রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
রাজশাহী ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ওইদিন দুপুর ৩টা ৪৫ মিনিটে গোদাগাড়ী থানার বসন্তপুর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামে আতাবুর রহমানের বাড়ির মূল গেটের সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এরপর বিকেল ৪টায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আতাবুর রহমানকে পালানোর চেষ্টাকালে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত পায়জামার ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটক আতাবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
  নিজস্ব প্রতিবেদক
 নিজস্ব প্রতিবেদক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                