ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

কম্বোডিয়ায় যুদ্ধবিমান হামলা থাইল্যান্ডের, সংঘাতে নিহত বেড়ে ১২

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৭:২০ অপরাহ্ন
কম্বোডিয়ায় যুদ্ধবিমান হামলা থাইল্যান্ডের, সংঘাতে নিহত বেড়ে ১২ ছবি: সংগৃহীত
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের একটি বিতর্কিত এলাকায় দু’দেশের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলিতে নিহত বেড়ে ১২ জন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এই সংঘাতে নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, এই সংঘাত আরও বড় আকার ধারণ করেছে। কারণ, এরই মধ্যে কম্বোডিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড।  

রয়টার্স বলছে, সীমান্ত নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা এবং কূটনৈতিক বিরোধের পর গোলাগুলিতে হতাহত নিয়ে উভয় দেশই একে অপরকে অভিযুক্ত করেছে। এখনো ওই অঞ্চলে মুখোমুখি অবস্থানে উভয় দেশের সেনারা। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলছেন, এই হামলার মাধ্যমে কম্বোডিয়া যুদ্ধাপরাধ করেছে।

এদিকে, কম্বোডিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালানো হয়। এই হামলায় কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি থাই কর্তৃপক্ষের। এ ছাড়া কম্বোডিয়ার সঙ্গে সীমান্তও বন্ধ করেছে তারা।  

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার সেনারা উত্তর-পশ্চিম কম্বোডিয়ার ওডার মিঞ্চে প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিতর্কিত তা মোয়ান থম মন্দিরের কাছে একটি এলাকায় গুলি চালিয়েছে। কম্বোডিয়া ওই এলাকায় সেনা পাঠানোর আগে একটি নজরদারি ড্রোন মোতায়েন করে। কম্বোডিয়ান সেনারা দূরপাল্লার রকেটসহ ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়।

থাইল্যান্ডের সুরিন প্রদেশের জেলা প্রধান সুথিরোট চারোয়েন্থানাসাক রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কম্বোডিয়ার সেনাদের গুলির পর সীমান্তবর্তী ৮৬টি গ্রামের প্রায় ৪০ হাজার থাই নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিবৃতি জারি করে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমে হামলা করার অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সেনাবাহিনীর আক্রমণের মুখে কম্বোডিয়ার সেনারা প্রতিশোধ নেয় এবং কেবল আত্মরক্ষার জন্য চেষ্টা করে।

দেশটির প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন, থাইল্যান্ডের সীমান্তবর্তী দুটি কম্বোডিয়ান প্রদেশ- ওদ্দার মিঞ্চে এবং প্রিয়াহ ভিহিয়ারে থাইল্যান্ডের সেনাবাহিনী গুলি করেছে। কম্বোডিয়ান সেনাবাহিনীর পাল্টা আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় নেই।

এর পাশাপাশি জনসাধারণকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হয়ে চাল এবং অন্যান্য খাদ্য না কেনার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার সীমান্তে এক থাই সেনা স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে ডান পা হারান। এ জন্য থাই কর্তৃপক্ষ কম্বোডিয়াকে দায়ী করেছে। এ ঘটনার আগে গত ১৬ জুলাই বিতর্কিত সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে তিন থাই সেনা আহত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি