অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এ কথা জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশে যে একটি সরকার আছে, তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ। আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সে ব্যাপারেও সন্দেহ আছে।
তিনি বলেন, প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হল। আর সেই সাথে মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্নও আছে। স্কুল কর্তৃপক্ষের গাফলতি যাচাই করে বিচার করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মাইলস্টোনের ঘটনায সারা দেশ আজ বিক্ষোভে ফেটে পড়ত।
গত ২১ জুলাই মাইলস্টোনের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি বিমান। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এ কথা জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশে যে একটি সরকার আছে, তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ। আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সে ব্যাপারেও সন্দেহ আছে।
তিনি বলেন, প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হল। আর সেই সাথে মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্নও আছে। স্কুল কর্তৃপক্ষের গাফলতি যাচাই করে বিচার করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মাইলস্টোনের ঘটনায সারা দেশ আজ বিক্ষোভে ফেটে পড়ত।
গত ২১ জুলাই মাইলস্টোনের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি বিমান। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।