রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ১৬২ তম নিয়মিত সভা ২৫ জুলাই শুক্রবার কুমিল্লা নগরীর বাগিচাগাঁও কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ সেশনের ক্লাব প্রেসিডেন্ট রো. রাব্বী খন্দকার হৃদয়ের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সেক্রেটারি রো. কবি আজিম উল্যাহ হানিফ। এরপর সমবেত কন্ঠে সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
প্রত্যয় পাঠ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রো. কবি খাজিনা খাজি। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিপি রো. মাঈনুল আরেফীন তমাল, পিপি রো. পিন্টু চন্দ্র সরকার। চীফ সার্জেন্ট এ্যাট আর্মস দেব প্রিয় দে প্রিতম, ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. সুমাইয়া হিমি, সার্জেন্ট এ্যাট আর্মস প্রিয়ন্তু পোদ্দার প্রমুখ। সভায় গান পরিবেশন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রো. আসমাউল হোসনা প্রভি এবং প্রিয়ন্তু।
২০২৫-২৬ সেশনের ক্লাব প্রেসিডেন্ট রো. রাব্বী খন্দকার হৃদয়ের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সেক্রেটারি রো. কবি আজিম উল্যাহ হানিফ। এরপর সমবেত কন্ঠে সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
প্রত্যয় পাঠ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রো. কবি খাজিনা খাজি। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিপি রো. মাঈনুল আরেফীন তমাল, পিপি রো. পিন্টু চন্দ্র সরকার। চীফ সার্জেন্ট এ্যাট আর্মস দেব প্রিয় দে প্রিতম, ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. সুমাইয়া হিমি, সার্জেন্ট এ্যাট আর্মস প্রিয়ন্তু পোদ্দার প্রমুখ। সভায় গান পরিবেশন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রো. আসমাউল হোসনা প্রভি এবং প্রিয়ন্তু।