চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার চারতলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম লাবিবা লামিয়া তানহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সকালে এক শিক্ষার্থীর মাধ্যমে মৃত্যুর সংবাদ পাওয়া যায়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশসহ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যরা জানান, জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়।
তিনি জানান, লাবিবা লামিয়া তানহা পরিবার নিয়ে বাসাটিতে ভাড়া থাকতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও জানান, কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। এ বিষয়ে কোনো মামলা হয়নি, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার চারতলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম লাবিবা লামিয়া তানহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সকালে এক শিক্ষার্থীর মাধ্যমে মৃত্যুর সংবাদ পাওয়া যায়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশসহ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যরা জানান, জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়।
তিনি জানান, লাবিবা লামিয়া তানহা পরিবার নিয়ে বাসাটিতে ভাড়া থাকতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও জানান, কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। এ বিষয়ে কোনো মামলা হয়নি, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
অনলাইন ডেস্ক