রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি), বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল।
পিয়ারুল বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন, গত (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ডিএনসি তার বাড়িতে নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। ওই সময় তল্লাশির নামে রাতভর হয়রানি ও নির্যাতন চালায় বলে অভিযোগ করে পিয়ারুল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাহান বলেন, তারা পরমানন্দপুর গ্রামের পিয়ারুলের বাড়িতে রাত ১২টার পর অভিযান পরিচালনা করেন। পিয়ারুল মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক কারবারী। সে দীর্গদিন যাবত ডিএনসি'র নজরদারিতে ছিল। গত ২৪ জুলাই মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে পিয়ারুলের বাড়ি ঘেরাও করা হয়। ওই সময় প্রতিবেশীদের উপস্থিতিতে তার বসত ঘরে তল্লাশি করা হয়। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি।
পরেন দিন সকাল ৬টার পর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে অভিযান সমাপ্ত করা হয়।
তিনি আরও বলেন, অপপ্রচার করেছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে তবে পিয়ারুল গোদাগাড়ী চিহ্নিত এক গডফাদারের ঘনিষ্ট সহযোগী। সেই গডফাদারই রাজশাহী নগরীতে বসে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
পিয়ারুল বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন, গত (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ডিএনসি তার বাড়িতে নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। ওই সময় তল্লাশির নামে রাতভর হয়রানি ও নির্যাতন চালায় বলে অভিযোগ করে পিয়ারুল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাহান বলেন, তারা পরমানন্দপুর গ্রামের পিয়ারুলের বাড়িতে রাত ১২টার পর অভিযান পরিচালনা করেন। পিয়ারুল মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক কারবারী। সে দীর্গদিন যাবত ডিএনসি'র নজরদারিতে ছিল। গত ২৪ জুলাই মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে পিয়ারুলের বাড়ি ঘেরাও করা হয়। ওই সময় প্রতিবেশীদের উপস্থিতিতে তার বসত ঘরে তল্লাশি করা হয়। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি।
পরেন দিন সকাল ৬টার পর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে অভিযান সমাপ্ত করা হয়।
তিনি আরও বলেন, অপপ্রচার করেছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে তবে পিয়ারুল গোদাগাড়ী চিহ্নিত এক গডফাদারের ঘনিষ্ট সহযোগী। সেই গডফাদারই রাজশাহী নগরীতে বসে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।