বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলাধীন কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর এক রডভর্তি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।
নিহত হেলপার আবু সাঈদ (১৮) রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তরবালিয়া গ্রামের বাসিন্দা এবং এনামুল ড্রাইভারের ছেলে। আহত ট্রাক চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি ট্রাকটি হেলপার আবু সাঈদ নিজেই চালাচ্ছিলেন। চালকের আসনে পাশে বসে ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগ্রামী ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ ছিলেন না।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। আহত চালক নাসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে। মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।
নিহত হেলপার আবু সাঈদ (১৮) রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তরবালিয়া গ্রামের বাসিন্দা এবং এনামুল ড্রাইভারের ছেলে। আহত ট্রাক চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি ট্রাকটি হেলপার আবু সাঈদ নিজেই চালাচ্ছিলেন। চালকের আসনে পাশে বসে ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগ্রামী ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ ছিলেন না।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। আহত চালক নাসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে। মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।