নিজের সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গে প্রায়ই বাগ্যুদ্ধে জড়ান কঙ্গনা রনৌত। এই কারণে একাধিক বার বিতর্কেও জড়িয়েছেন তিনি। আর এ বার করিনা কপূর খান ও প্রিয়ঙ্কার চেয়ে ‘ভাল অভিনেত্রী’র তকমা পেলেন বলিউডের ‘কুইন’।
অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ তাঁর ছবি ‘হরি হরা বীরা মল্লু’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে নিয়ে তিনি কথা বলেন। তিনিই প্রিয়ঙ্কা ও করিনার চেয়ে শক্তিশালী অভিনেত্রীর শিরোপা দিয়েছেন কঙ্গনাকে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মান্ডি কেন্দ্রের সাংসদ কঙ্গনাও।
সাক্ষাৎকারে র্যাপিড ফায়ার পর্বে পবনকে নায়িকাদের নিয়ে প্রশ্ন করা হয়। নিজের নায়িকা হিসাবে দীপিকা পাড়ুকোন না কি আলিয়া ভট্ট, কাকে বেছে নেবেন? প্রশ্নের উত্তরে পবন জানান, তিনি দু’জনকেই বেছে নেবেন। আলিয়া, দীপিকা ও কৃতী শ্যানন— এই তিনজনের মধ্যেও কোনও একজনকে বেছে নিতে নারাজ পবন। তার পরে তাঁকে আলিয়া, দীপিকা, কৃতী ও কিয়ারার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। তখন কৃতীকে বেছে নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
পবন কল্যাণ জানান, তিনি কৃতী বা কঙ্গনার সঙ্গে কাজ করতে চাইবেন। এমনকি প্রিয়ঙ্কা চোপড়া ও কঙ্গনার মধ্যে বাছতে বলার পরেও, তিনি কঙ্গনাকেই বেছে নেন। কঙ্গনা ও করিনার মধ্যে নির্বাচন করতে বলার পরে তিনি কিছুটা ধন্দে পড়ে যান। যদিও পবন বলেন, “যদিও ‘ইমার্জেন্সি’ ছবিতে ওঁকে ইন্দিরা গান্ধীক চরিত্রে দেখার পরে আমার মনে হয়, শক্তিশালী অভিনেত্রীকেই বেছে নেওয়া উচিত।’’
এই মন্তব্য কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নেন। সঙ্গে হাতজোড় করা ও হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।
অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ তাঁর ছবি ‘হরি হরা বীরা মল্লু’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে নিয়ে তিনি কথা বলেন। তিনিই প্রিয়ঙ্কা ও করিনার চেয়ে শক্তিশালী অভিনেত্রীর শিরোপা দিয়েছেন কঙ্গনাকে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মান্ডি কেন্দ্রের সাংসদ কঙ্গনাও।
সাক্ষাৎকারে র্যাপিড ফায়ার পর্বে পবনকে নায়িকাদের নিয়ে প্রশ্ন করা হয়। নিজের নায়িকা হিসাবে দীপিকা পাড়ুকোন না কি আলিয়া ভট্ট, কাকে বেছে নেবেন? প্রশ্নের উত্তরে পবন জানান, তিনি দু’জনকেই বেছে নেবেন। আলিয়া, দীপিকা ও কৃতী শ্যানন— এই তিনজনের মধ্যেও কোনও একজনকে বেছে নিতে নারাজ পবন। তার পরে তাঁকে আলিয়া, দীপিকা, কৃতী ও কিয়ারার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। তখন কৃতীকে বেছে নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
পবন কল্যাণ জানান, তিনি কৃতী বা কঙ্গনার সঙ্গে কাজ করতে চাইবেন। এমনকি প্রিয়ঙ্কা চোপড়া ও কঙ্গনার মধ্যে বাছতে বলার পরেও, তিনি কঙ্গনাকেই বেছে নেন। কঙ্গনা ও করিনার মধ্যে নির্বাচন করতে বলার পরে তিনি কিছুটা ধন্দে পড়ে যান। যদিও পবন বলেন, “যদিও ‘ইমার্জেন্সি’ ছবিতে ওঁকে ইন্দিরা গান্ধীক চরিত্রে দেখার পরে আমার মনে হয়, শক্তিশালী অভিনেত্রীকেই বেছে নেওয়া উচিত।’’
এই মন্তব্য কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নেন। সঙ্গে হাতজোড় করা ও হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।