ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন তিনি।
২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিচালক ছিলেন মনজুরুল ইসলাম মেঘ।
এদিকে চলচ্চিত্রের পাশাপাশি প্রথমবার র্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটলেন এই নায়িকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে বোরকা পরে র্যাম্পে হেঁটে দর্শকদের মন জয় করেছেন।
র্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটার একটি ভিডিও রাজ রিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, শুনতে পারছি আমার দর্শকের ভালো লাগার চিৎকার। কষ্টটা তখনই সফল হয়, যখন মানুষ আমাকে পছন্দ করে, সাপোর্ট করে। শো স্টপার হিসেবে এই প্রথম আমার র্যাম্পে হাঁটা, তাও শরীরে ১০৩’ জ্বর নিয়ে। ওয়াও, হাবিবি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, বলে মানুষের চিৎকার আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই উৎসাহে র্যাম্পে রেগুলার পাবেন, ইনশাআল্লাহ।
                           ২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিচালক ছিলেন মনজুরুল ইসলাম মেঘ।
এদিকে চলচ্চিত্রের পাশাপাশি প্রথমবার র্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটলেন এই নায়িকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে বোরকা পরে র্যাম্পে হেঁটে দর্শকদের মন জয় করেছেন।
র্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটার একটি ভিডিও রাজ রিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, শুনতে পারছি আমার দর্শকের ভালো লাগার চিৎকার। কষ্টটা তখনই সফল হয়, যখন মানুষ আমাকে পছন্দ করে, সাপোর্ট করে। শো স্টপার হিসেবে এই প্রথম আমার র্যাম্পে হাঁটা, তাও শরীরে ১০৩’ জ্বর নিয়ে। ওয়াও, হাবিবি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, বলে মানুষের চিৎকার আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই উৎসাহে র্যাম্পে রেগুলার পাবেন, ইনশাআল্লাহ।
 
  বিনোদন ডেস্ক
 বিনোদন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                