রাজশাহীর তানোরে ৩,১২০ লিটার চোলাই মদ সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল পোনে ৮টায় তানোর থানাধীন বনকেশর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রামের শ্রী মন্ডল টুডুর ছেলে শ্রী মন্ডল টুডু (৫৫), শ্রী মন্ডল টুডুর ছেলে শ্রী উপেন মন্ডল (২৬), শ্রী সুকল টুডুর ছেলে শ্রী রনজিত টুডু (৩৫) ও মৃত মুর্ত্তি ইসকুর ছেলে শ্রী আয়ন ইসকু (৪৫)।
শুক্রবার (১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক কারবারী রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রামে তাদের নিজ বসতবাড়িতে অস্বাস্থ্যকর উপায়ে প্রাণঘাতী ও অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ প্রক্রিয়া জাত করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পোনে ৮টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে চোলাই মদ-৩,১২০ লিটার, প্লাস্টিকের ড্রাম- ৬টি, এ্যালোমিনিয়ামের পাতিল- ১৩টি, প্লাস্টিকের বালতি - ১৪টি, মাটির পাতিল - ২৭টি ও জারকিন - ১টি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও কারবারী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল পোনে ৮টায় তানোর থানাধীন বনকেশর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রামের শ্রী মন্ডল টুডুর ছেলে শ্রী মন্ডল টুডু (৫৫), শ্রী মন্ডল টুডুর ছেলে শ্রী উপেন মন্ডল (২৬), শ্রী সুকল টুডুর ছেলে শ্রী রনজিত টুডু (৩৫) ও মৃত মুর্ত্তি ইসকুর ছেলে শ্রী আয়ন ইসকু (৪৫)।
শুক্রবার (১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক কারবারী রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রামে তাদের নিজ বসতবাড়িতে অস্বাস্থ্যকর উপায়ে প্রাণঘাতী ও অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ প্রক্রিয়া জাত করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পোনে ৮টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে চোলাই মদ-৩,১২০ লিটার, প্লাস্টিকের ড্রাম- ৬টি, এ্যালোমিনিয়ামের পাতিল- ১৩টি, প্লাস্টিকের বালতি - ১৪টি, মাটির পাতিল - ২৭টি ও জারকিন - ১টি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও কারবারী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব।