রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল (৩১ জুলাই) ভোর রাতে এক অজ্ঞাত প্রাণীর আক্রমণে ওই এলাকার ৪ জন আহত হয়েছেন। একই প্রাণীর আক্রমণে দুর্গাপুর এলাকাতেও ১ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, আমার উপর আক্রমণ হয়েছে, গতকাল ভোরে একটা অচেনা প্রাণী দ্রুতবেগে হঠাৎ করেই আমার সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি আমাকে আক্রমণ করে আঁচড়ে ও কামড়ে দেয়। আমার চিৎকারে লোক জড়ো হলো প্রাণীটি পালিয়ে যায়। বর্তমানে আমি রাজশাহী আইডি হাসপাতালে ভর্তি আছি। একই প্রাণীর আক্রমনে আহত হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মধ্যে একজন দুর্গাপুর উপজেলার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই শিবপুরের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে।
অজ্ঞাত প্রাণীর আঁচড়-কামড়ে আহত শিবপুর এলাকার ব্যক্তিরা হলেন, মোঃ খালেক, ভ্যানচালক মমিনুল, মোঃ রশিদ, মোঃ ইমরান এবং দুর্গাপুর উপজেলার আহত ব্যক্তির নাম মুসা। আহত ব্যক্তিরা জানান, প্রাণীটি আমরা এক ঝলক দেখেছি। আমাদের কাছে হায়েনার মতো মনে হয়েছে। টেলিভিশনে এ ধরনের প্রাণী আমরা দেখেছি।
স্থানীয় জোহা শেখ লিপটন জানান, বিষয়টি আমি শুনেছি। প্রাণীটিকে এখনও চোখে দেখিনি। অজ্ঞাত প্রাণীর আক্রমণের বিষয় জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তিরা প্রাণীটিকে বিলুপ্ত হায়েনার মতো দেখতে বলে দাবি করছেন। এলাকার সাধারণ মানুষ আতঙ্কে আছেন।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রফিকুল ইসলাম বলেন, আক্রান্ত ব্যক্তিদের দাবি অনুযায়ী অজ্ঞাত প্রাণীটি হায়েনা কিনা তা-না দেখে বলা যাবে না। তবে এই অঞ্চলে হায়েনা খুবই বিরল। অনেক সময় পাগলা-শেয়াল এ ধরনের আক্রমণ করে থাকে। দিনে বা রাতে মানুষ অথবা পশুপাখি কাউকে পেলে আক্রমণ করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, এটি পাগল হয়ে যাওয়া একটি শেয়ালের কাজ হতে পারে।
ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, আমার উপর আক্রমণ হয়েছে, গতকাল ভোরে একটা অচেনা প্রাণী দ্রুতবেগে হঠাৎ করেই আমার সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি আমাকে আক্রমণ করে আঁচড়ে ও কামড়ে দেয়। আমার চিৎকারে লোক জড়ো হলো প্রাণীটি পালিয়ে যায়। বর্তমানে আমি রাজশাহী আইডি হাসপাতালে ভর্তি আছি। একই প্রাণীর আক্রমনে আহত হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মধ্যে একজন দুর্গাপুর উপজেলার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই শিবপুরের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে।
অজ্ঞাত প্রাণীর আঁচড়-কামড়ে আহত শিবপুর এলাকার ব্যক্তিরা হলেন, মোঃ খালেক, ভ্যানচালক মমিনুল, মোঃ রশিদ, মোঃ ইমরান এবং দুর্গাপুর উপজেলার আহত ব্যক্তির নাম মুসা। আহত ব্যক্তিরা জানান, প্রাণীটি আমরা এক ঝলক দেখেছি। আমাদের কাছে হায়েনার মতো মনে হয়েছে। টেলিভিশনে এ ধরনের প্রাণী আমরা দেখেছি।
স্থানীয় জোহা শেখ লিপটন জানান, বিষয়টি আমি শুনেছি। প্রাণীটিকে এখনও চোখে দেখিনি। অজ্ঞাত প্রাণীর আক্রমণের বিষয় জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তিরা প্রাণীটিকে বিলুপ্ত হায়েনার মতো দেখতে বলে দাবি করছেন। এলাকার সাধারণ মানুষ আতঙ্কে আছেন।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রফিকুল ইসলাম বলেন, আক্রান্ত ব্যক্তিদের দাবি অনুযায়ী অজ্ঞাত প্রাণীটি হায়েনা কিনা তা-না দেখে বলা যাবে না। তবে এই অঞ্চলে হায়েনা খুবই বিরল। অনেক সময় পাগলা-শেয়াল এ ধরনের আক্রমণ করে থাকে। দিনে বা রাতে মানুষ অথবা পশুপাখি কাউকে পেলে আক্রমণ করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, এটি পাগল হয়ে যাওয়া একটি শেয়ালের কাজ হতে পারে।