টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী রুকমা রায়। ছোটপর্দায় 'কিরণমালা' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। এরপর একে একে ধারাবাহিক থেকে সিরিজের দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বরাবরই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। যদিও বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে একটু দূরে রয়েছেন অভিনেত্রী। তবে বিনোদন জগতের বাইরে নেই তিনি।
বহুদিন আগেই শুরু করেছেন নিজের ভ্লগিং চ্যানেল। এমনকি সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। নিজের জীবনের খুঁটিনাটি সমাজমাধ্যমেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই নিজের এক নতুন যাত্রা শুরুর খবরও প্রথমে নেটপাড়ায় জানান দিয়েছিলেন রুকমা। ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কিছু শুরু করতে চলেছেন তিনি। সেই সময় বহু প্রশ্ন, কৌতূহল তৈরি হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। নিজের নতুন যাত্রা শুরুর খবর আগে থেকে মোটেই টের পেতে দেননি রুকমা।
তবে এবার সমস্ত জল্পনা কাটিয়ে প্রকাশ্যে আনলেন নতুন যাত্রা শুরুর সুখবর। জানালেন, অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন তিনি। নিজের শাড়ির প্রতি ভালবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তাঁর শাড়ির ব্র্যান্ড 'ফেমে'। নতুন পথ চলা শুরু প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রুকমা বলেন, "ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালবাসি আমি। যেকোনও অনুষ্ঠানে বা মনের ভাললাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এছাড়াও থাকছে বেশকিছু নামী ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।
রুকমার কথায়, "আমার পরিবারের কেউ যেমন অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তেমনই কেউ ব্যবসার সঙ্গেও যুক্ত নন। আমিই ছক ভেঙেছি বরাবর। তাই এবারও সাহস করে নিজের ব্র্যান্ড শুরু করে ফেললাম। যখন প্রথম নিজস্ব কিছু তৈরি করায় কথা মাথায় আসে তখন নাম কী দেব সেই নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। কিছুতেই কোনও কিছু পছন্দ হয় না। তারপর হঠাৎ করেই গ্রিক দেবতাদের নাম খুঁজতে শুরু করি, তখন দেখি ফেমের নাম। খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই নামের মধ্যে রয়েছে সুপ্ত বাসনাকে প্রতিষ্ঠা করার অদম্য লড়াই। যা আমার সঙ্গে খুব মানানসই। তাই এই নামটাই বেছে নিই।"
রুকমা বলেন, "যেহেতু সামনেই পুজো আসছে, তাই অনেক নতুন কালেকশনের সমাহারে সাজিয়ে তুলেছি আমার ব্র্যান্ডটিকে। যারা আমায় এতদিন এত ভালবাসা দিয়েছেন, তাঁদের সকলের জন্য আমার তরফ থেকে এই যাত্রা শুরু যেন একটা নতুন উপহার বলা যেতে পারে। তাই চাইব যেভাবে আমাকে, আমার কাজকে ভালবাসা দিয়েছেন অনুরাগীরা, ঠিক তেমনভাবেই যেন এই ব্র্যান্ডকেও আপন করে নেন।"
বহুদিন আগেই শুরু করেছেন নিজের ভ্লগিং চ্যানেল। এমনকি সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। নিজের জীবনের খুঁটিনাটি সমাজমাধ্যমেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই নিজের এক নতুন যাত্রা শুরুর খবরও প্রথমে নেটপাড়ায় জানান দিয়েছিলেন রুকমা। ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কিছু শুরু করতে চলেছেন তিনি। সেই সময় বহু প্রশ্ন, কৌতূহল তৈরি হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। নিজের নতুন যাত্রা শুরুর খবর আগে থেকে মোটেই টের পেতে দেননি রুকমা।
তবে এবার সমস্ত জল্পনা কাটিয়ে প্রকাশ্যে আনলেন নতুন যাত্রা শুরুর সুখবর। জানালেন, অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন তিনি। নিজের শাড়ির প্রতি ভালবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তাঁর শাড়ির ব্র্যান্ড 'ফেমে'। নতুন পথ চলা শুরু প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রুকমা বলেন, "ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালবাসি আমি। যেকোনও অনুষ্ঠানে বা মনের ভাললাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এছাড়াও থাকছে বেশকিছু নামী ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।
রুকমার কথায়, "আমার পরিবারের কেউ যেমন অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তেমনই কেউ ব্যবসার সঙ্গেও যুক্ত নন। আমিই ছক ভেঙেছি বরাবর। তাই এবারও সাহস করে নিজের ব্র্যান্ড শুরু করে ফেললাম। যখন প্রথম নিজস্ব কিছু তৈরি করায় কথা মাথায় আসে তখন নাম কী দেব সেই নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। কিছুতেই কোনও কিছু পছন্দ হয় না। তারপর হঠাৎ করেই গ্রিক দেবতাদের নাম খুঁজতে শুরু করি, তখন দেখি ফেমের নাম। খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই নামের মধ্যে রয়েছে সুপ্ত বাসনাকে প্রতিষ্ঠা করার অদম্য লড়াই। যা আমার সঙ্গে খুব মানানসই। তাই এই নামটাই বেছে নিই।"
রুকমা বলেন, "যেহেতু সামনেই পুজো আসছে, তাই অনেক নতুন কালেকশনের সমাহারে সাজিয়ে তুলেছি আমার ব্র্যান্ডটিকে। যারা আমায় এতদিন এত ভালবাসা দিয়েছেন, তাঁদের সকলের জন্য আমার তরফ থেকে এই যাত্রা শুরু যেন একটা নতুন উপহার বলা যেতে পারে। তাই চাইব যেভাবে আমাকে, আমার কাজকে ভালবাসা দিয়েছেন অনুরাগীরা, ঠিক তেমনভাবেই যেন এই ব্র্যান্ডকেও আপন করে নেন।"