ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

অভিনয়ের পাশাপাশি অন্য ভূমিকায় রুকমা রায়!

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৩৩:৩২ অপরাহ্ন
অভিনয়ের পাশাপাশি অন্য ভূমিকায় রুকমা রায়! অভিনয়ের পাশাপাশি অন্য ভূমিকায় রুকমা রায়!
টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী রুকমা রায়। ছোটপর্দায় 'কিরণমালা' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। এরপর একে একে ধারাবাহিক থেকে সিরিজের দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বরাবরই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। যদিও বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে একটু দূরে রয়েছেন অভিনেত্রী। তবে বিনোদন জগতের বাইরে নেই তিনি। 

বহুদিন আগেই শুরু করেছেন নিজের ভ্লগিং চ্যানেল। এমনকি সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। নিজের জীবনের খুঁটিনাটি সমাজমাধ্যমেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই নিজের এক নতুন যাত্রা শুরুর খবরও প্রথমে নেটপাড়ায় জানান দিয়েছিলেন রুকমা। ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কিছু শুরু করতে চলেছেন তিনি। সেই সময় বহু প্রশ্ন, কৌতূহল তৈরি হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। নিজের নতুন যাত্রা শুরুর খবর আগে থেকে মোটেই টের পেতে দেননি রুকমা।  

তবে এবার সমস্ত জল্পনা কাটিয়ে প্রকাশ্যে আনলেন নতুন যাত্রা শুরুর সুখবর। জানালেন, অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন তিনি। নিজের শাড়ির প্রতি ভালবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তাঁর শাড়ির ব্র্যান্ড 'ফেমে'। নতুন পথ চলা শুরু প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রুকমা বলেন, "ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালবাসি আমি। যেকোনও অনুষ্ঠানে বা মনের ভাললাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এছাড়াও থাকছে বেশকিছু নামী ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।

রুকমার কথায়, "আমার পরিবারের কেউ যেমন অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তেমনই কেউ ব্যবসার সঙ্গেও যুক্ত নন। আমিই ছক ভেঙেছি বরাবর। তাই এবারও সাহস করে নিজের ব্র্যান্ড শুরু করে ফেললাম। যখন প্রথম নিজস্ব কিছু তৈরি করায় কথা মাথায় আসে তখন নাম কী দেব সেই নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। কিছুতেই কোনও কিছু পছন্দ হয় না। তারপর হঠাৎ করেই গ্রিক দেবতাদের নাম খুঁজতে শুরু করি, তখন দেখি ফেমের নাম। খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই নামের মধ্যে রয়েছে সুপ্ত বাসনাকে প্রতিষ্ঠা করার অদম্য লড়াই। যা আমার সঙ্গে খুব মানানসই। তাই এই নামটাই বেছে‌ নিই।"

রুকমা বলেন, "যেহেতু সামনেই পুজো আসছে, তাই অনেক নতুন কালেকশনের সমাহারে সাজিয়ে তুলেছি আমার ব্র্যান্ডটিকে। যারা আমায় এতদিন এত ভালবাসা দিয়েছেন, তাঁদের সকলের জন্য আমার তরফ থেকে এই যাত্রা শুরু যেন একটা নতুন উপহার বলা যেতে পারে। তাই চাইব যেভাবে আমাকে, আমার কাজকে ভালবাসা দিয়েছেন অনুরাগীরা, ঠিক তেমনভাবেই যেন এই ব্র্যান্ডকেও আপন করে নেন।"

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি