রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক অ্যাড. এমদাদুল হককে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়নের টোনাপাড়া গ্রামের মৃত. মনির উদ্দিনের ছেলে।
শনিবার (২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত তার হলিস্টিক ফার্মেসি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা অ্যাড. এমদাদুল হক নাশকতা সংঘটনের উদ্দেশ্যে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি বেশ কিছুদিন ধরেই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে আসছিলেন। তাই তাকে আটক করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা অ্যাড. এমদাদ গ্রেফতার
- আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:৫১:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:৫১:০২ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ