বর্তমানে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন। এই সংস্করণ পেশাদার ক্রিকেটের স্বীকৃতি না পেলেও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন দেখা যায়। যেখানে মারকাটারি ব্যাটিং থাকে আলোচনায়। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের ব্যাটার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান তুলেছেন।
ইসিএস টি-টেন লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ড মুখোমুখি হয়েছিল। যেখানে লন্ডনের হয়ে মাঠে নেমেছিলেন উসমান গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির ওভারে তাণ্ডব চালিয়েছেন এই আফগান ব্যাটার। এক ওভারে ৪৫ রান করেন ৫ ছক্কা ও ৩ চারে। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।
উইল এর্নির ওভারটি ছিল ৯ ডেলিভারির। এর মধ্যে তার দুটি নো বলে একটি করে চার–ছক্কা হাঁকান উসমান। সবমিলিয়ে মারেন ৫ ছক্কা ও ২টি চার। এর্নির ওভারের চিত্রটি ছিল এমন– ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।
পুরো ম্যাচজুড়েই আগ্রাসী ছিলেন উসমান গনি। ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ১৭টি ছয় এবং ১১টি চার হাঁকান এই আফগান ব্যাটার । যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১। উসমানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।
ইসিএস টি-টেন লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ড মুখোমুখি হয়েছিল। যেখানে লন্ডনের হয়ে মাঠে নেমেছিলেন উসমান গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির ওভারে তাণ্ডব চালিয়েছেন এই আফগান ব্যাটার। এক ওভারে ৪৫ রান করেন ৫ ছক্কা ও ৩ চারে। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।
উইল এর্নির ওভারটি ছিল ৯ ডেলিভারির। এর মধ্যে তার দুটি নো বলে একটি করে চার–ছক্কা হাঁকান উসমান। সবমিলিয়ে মারেন ৫ ছক্কা ও ২টি চার। এর্নির ওভারের চিত্রটি ছিল এমন– ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।
পুরো ম্যাচজুড়েই আগ্রাসী ছিলেন উসমান গনি। ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ১৭টি ছয় এবং ১১টি চার হাঁকান এই আফগান ব্যাটার । যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১। উসমানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।