২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় পরিণীতির। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদ্যাপন। বিয়ের ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি হতেই যেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল।
কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই অন্তঃসত্ত্বা!’’ সেই ঘটনার পর ঘুরে গিয়েছে বছর। এ বার সুখবর দিলেন অভিনেত্রী!
গত বছর স্বামী রাঘবের চোখে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ দিন বিদেশে ছিলেন অভিনেত্রী। সেই সময় দিল্লির রাজনৈতিক মহলে চলছিল টানাপড়েন। নতুন বছরে এ বার তা হলে নতুন সূচনা! সম্প্রতি কপিল শর্মার সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত হন পরিণীতি। দাম্পত্যের বেশ কিছু খুঁটিনাটি তুলে ধরেন তাঁরা। রাঘব যে পত্নীনিষ্ঠ সে কথা স্বীকার করে নিয়েছেন পরিণীতি। গত প্রায় দেড় বছর ধরেই পরিণীতির মা হওয়ার খবর শোনা গিয়েছে।
এ বার সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব।’’ স্ত্রীর এমন ইচ্ছের কথা শুনে মুখে চোখে লালিমা রাঘবের।
কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই অন্তঃসত্ত্বা!’’ সেই ঘটনার পর ঘুরে গিয়েছে বছর। এ বার সুখবর দিলেন অভিনেত্রী!
গত বছর স্বামী রাঘবের চোখে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ দিন বিদেশে ছিলেন অভিনেত্রী। সেই সময় দিল্লির রাজনৈতিক মহলে চলছিল টানাপড়েন। নতুন বছরে এ বার তা হলে নতুন সূচনা! সম্প্রতি কপিল শর্মার সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত হন পরিণীতি। দাম্পত্যের বেশ কিছু খুঁটিনাটি তুলে ধরেন তাঁরা। রাঘব যে পত্নীনিষ্ঠ সে কথা স্বীকার করে নিয়েছেন পরিণীতি। গত প্রায় দেড় বছর ধরেই পরিণীতির মা হওয়ার খবর শোনা গিয়েছে।
এ বার সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব।’’ স্ত্রীর এমন ইচ্ছের কথা শুনে মুখে চোখে লালিমা রাঘবের।