ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না?

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৩১:৫৪ অপরাহ্ন
বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না? ছবি: সংগৃহীত
অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন মোড়ে দাঁড়িয়েছিল সেই সময়? কী হয়েছিল তারপর? অনুরাগীদের মনে জেগে ওঠা হাজারো এমন কৌতূহল মেটালেন ‘আজ কি রাত’ গার্ল।

ভারতীয় ক্রিকেট টিমের ‘চিকু’ ওরফে কিং কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল শেষমেশ? তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত কি পারস্পরিক বোঝাপড়া ছিল? এমন নানা প্রশ্ন আনাগোনা রয়েছে বলিউডের আনাচেকানাচে। অনুরাগীদেরও প্রশ্ন খানিক তাই-ই। তা নিয়ে প্রকাশ্যে জবাব দিলেন তামান্না।

সেই সব কৌতূহলের অবসান ঘটিয়ে তামান্না এক সাক্ষাৎকারে জানান, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা নিতান্তই ভিত্তিহীন। তাঁর কথায়, “আমার খুব খারাপ লেগেছিল, কারণ বিরাটকে আমি মাত্র একদিনের জন্য দেখেছি, তাও একটি বিজ্ঞাপনের শুটে। তারপর আর কোনও দিন কথা বা দেখা, কিছুই হয়নি।"

আবার, ২০২০ সালে একটি গয়নার শোরুমের অনুষ্ঠানে তামান্না ও আব্দুল রাজ্জাক একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই একটি ছবিই ইন্টারনেটে ভাইরাল হয়ে নানা গুজব ছড়ায়। এই প্রসঙ্গে তামান্না বলেন, “মজার ছলে আব্দুল রাজ্জাক নাম নিয়েছিলাম একবার। কিন্তু ইন্টারনেট সত্যিই এক মজার জায়গা। সেখান থেকেই বলা হয়েছে আমি নাকি ওঁকে বিয়েই করে ফেলেছি। আমি তো অবাক। তাঁর তো ২-৩টি সন্তানও আছে। আমার কথা হল, আমি জানি না ওঁর জীবনে কী চলছে, কিন্তু আমার কাছে এই অভিজ্ঞতা খুবই বিব্রতকর।”

তিনি এও জানান, সংবাদমাধ্যমে যখন কোনও মানুষকে এমন কারও সঙ্গে জুড়ে দেওয়া হয় যার সঙ্গে বাস্তবে কোনও যোগাযোগই নেই, তখন সেটা খুবই অস্বস্তিকর।

তামান্না সাম্প্রতিক সময়েও খবরের শিরোনামে ছিলেন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে। তবে এবার এই সাক্ষাৎকারে একাধিক পুরনো গুজবের জবাব দিয়ে নতুন আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।

তিনি সম্প্রতি অভিনয় করেছেন সুপারন্যাচারাল থ্রিলার ‘ওডেলা ২’-তে। এই সিনেমায় তিনি একজন সাধ্বীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ওডেলা গ্রামের ওপর আধিপত্য বিস্তারকারী এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এই গল্পের পটভূমি মূলত পাঁচটি অরিজিনাল প্লটের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তামান্না ছাড়াও এই সিনেমায় রয়েছেন হেবা প্যাটেল, যিনি প্রথম পর্বে মূল নারী চরিত্রে অভিনয় করেছিলেন।

‘স্ত্রী ২’ সিনেমায় ভাইরাল গান ‘আজ কি রাত’ তাঁকে জনপ্রিয়তার আলাদা এক শীর্ষে পৌঁছে দেয়।

২০২৬ সালের ১৫ মে মুক্তি পাবে তাঁর আসন্ন ফিল্ম ‘VVAN: Force of the Forest’, যেখানে তাঁর সঙ্গে থাকবেন সিদ্ধার্থ মালহোত্রাও। এই ছবির পরিচালনায় রয়েছেন দীপক মিশ্র ও অরুণাভ কুমার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি