পিঠে-কোমরে ব্যথা এখন ঘরে ঘরে। যাকেই জিজ্ঞাসা করবেন, তিনিই বলবেন, বেশিক্ষণ বসে থাকলেই পিঠটা টনটনিয়ে ওঠে। শিরদাঁড়া বেয়ে ব্যথা এঁকেবেঁকে নেমে আসে কোমরে। তার পরে সেখানেই ঘাপটি মেরে বসে থাকে। বসে থেকে ওঠার সময়ে, শোয়ার সময়, দাঁড়িয়ে থাকলে, এমনকি ঝুঁকে কিছু তুলতে গেলেও ব্যথা যেন সজোরে চাবুক কষায়! ঝনঝন করে ওঠে পিঠ, কোমর। এই পিঠের যন্ত্রণা কিন্তু সব সময় হাড়জনিত কারণে না-ও হতে পারে। এর নেপথ্যে থাকতে পারে কিডনির সমস্যাও।
বেশির ভাগ সময়ই কোনও চোট-আঘাত লাগলে, পেশিতে টান পড়লে কিংবা বয়সজনিত কারণে পিঠ আর কোমরের যন্ত্রণা হয়। তবে অনেক সময়ই কিডনিতে সংক্রমণ, প্রদাহ হলে কিংবা পাথর জমলেও কিন্তু পিঠ আর কোমরের দিকে যন্ত্রণা হতে পারে। সে ক্ষেত্রে সেই ব্যথার ধরনও হয় আলাদা। দীর্ঘ দিন ধরে যে পিঠের ব্যথায় ভুগছেন, তা কিডনির অসুখের উপসর্গ নয় তো?
কিডনির ব্যথা সাধারণত পিঠের নীচের দিকে অনুভব হয়। পাঁজরের ঠিক নীচের দিকটায় ব্যথা বাড়তে শুরু করে। এ ক্ষেত্রে পিঠের এক দিকে যন্ত্রণা বাড়তে শুরু করে। যন্ত্রণার তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বিশ্রাম নিলে, স্ট্রেচিং করলে, মালিশ করলেও এই ব্যথা কমে না। এই ধরণের ব্যথা কিডনিতে সংক্রমণ, পাথর বা পাইলোনেফ্রাইটিসের মতো প্রদাহের কারণে হতে পারে।
কেবল পিঠের ব্যথা নয়, আর কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন?
পিঠের ব্যথার পাশাপাশি যদি প্রস্রাব জনিত সমস্যাও শুরু হয়, তা হলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ঘন ঘন প্রসাব পাওয়া, প্রস্রাবের সঙ্গে জ্বালাভাব, তীব্র দুর্গন্ধের মতো সমস্যাগুলি হলে সাবধান। শুধু তা-ই নয়, এ ক্ষেত্রে কিন্তু জ্বরেও আক্রান্ত হতে পারেন রোগী।
বেশির ভাগ সময়ই কোনও চোট-আঘাত লাগলে, পেশিতে টান পড়লে কিংবা বয়সজনিত কারণে পিঠ আর কোমরের যন্ত্রণা হয়। তবে অনেক সময়ই কিডনিতে সংক্রমণ, প্রদাহ হলে কিংবা পাথর জমলেও কিন্তু পিঠ আর কোমরের দিকে যন্ত্রণা হতে পারে। সে ক্ষেত্রে সেই ব্যথার ধরনও হয় আলাদা। দীর্ঘ দিন ধরে যে পিঠের ব্যথায় ভুগছেন, তা কিডনির অসুখের উপসর্গ নয় তো?
কিডনির ব্যথা সাধারণত পিঠের নীচের দিকে অনুভব হয়। পাঁজরের ঠিক নীচের দিকটায় ব্যথা বাড়তে শুরু করে। এ ক্ষেত্রে পিঠের এক দিকে যন্ত্রণা বাড়তে শুরু করে। যন্ত্রণার তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বিশ্রাম নিলে, স্ট্রেচিং করলে, মালিশ করলেও এই ব্যথা কমে না। এই ধরণের ব্যথা কিডনিতে সংক্রমণ, পাথর বা পাইলোনেফ্রাইটিসের মতো প্রদাহের কারণে হতে পারে।
কেবল পিঠের ব্যথা নয়, আর কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন?
পিঠের ব্যথার পাশাপাশি যদি প্রস্রাব জনিত সমস্যাও শুরু হয়, তা হলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ঘন ঘন প্রসাব পাওয়া, প্রস্রাবের সঙ্গে জ্বালাভাব, তীব্র দুর্গন্ধের মতো সমস্যাগুলি হলে সাবধান। শুধু তা-ই নয়, এ ক্ষেত্রে কিন্তু জ্বরেও আক্রান্ত হতে পারেন রোগী।