ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের ৫ তারকার চলনবিলে নৌকাবাইচ দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন কেঁদে কেটে হাতে-পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে, বিস্ফোরক অক্ষয়ের নায়িকা! সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা খুলনায় বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু রোজ এনার্জি ড্রিঙ্ক খেলে কেবল ডায়াবিটিস নয়, সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

যে কারণে দোয়া কবুল হয়না

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৩:২৪ অপরাহ্ন
যে কারণে দোয়া কবুল হয়না ছবি: সংগৃহীত
দোয়া ইবাদতের মূল। এটি মুমিনের আত্মিক প্রশান্তির উৎস এবং বিপদ-আপদ থেকে মুক্তির অন্যতম উপায়। দোয়া এমন একটি ইবাদত, যার মাধ্যমে মানুষ সরাসরি তার প্রভুর সঙ্গে সংযোগ স্থাপন করে, সাহায্য চায়, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজের দুর্বলতা ও অসহায়ত্ব স্বীকার করে।

কোরআন ও হাদিসে বারবার দোয়ার গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে, বিপদকে দূর করতে পারে, হৃদয়ের ভার লাঘব করতে পারে এবং আখেরাতের মুক্তির দরজাও খুলে দিতে পারে। তবে কেবল দোয়া করলেই চলবে না, বরং দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত ও আদব রক্ষা করা অপরিহার্য। অনেকে দোয়া করে, কিন্তু তা কবুল হয় না। তখন তারা হতাশ হয়ে যায় এবং আল্লাহর প্রতি নির্ভরতা দুর্বল হয়ে যায়। অথচ হাদিসে উল্লেখ রয়েছে, এমন কিছু বিষয় আছে, যেগুলো দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়।

হারাম পানাহার ও পরিধেয় 
পঁচা খাবার যেমন শরীরকে ক্ষতিগ্রস্ত করে তেমনি অবৈধ পথে উপার্জিত অর্থ, আত্মা ও প্রাণের ক্ষতিসাধন করে। হাদিসে বর্ণিত হয়েছে, যে আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে প্রভু! হে প্রভু! কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে। কীভাবে তার দোয়া কবুল করা হবে? (সহিহ মুসলিম)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ বর্জন
প্রতিটি মুসলিমের উপর আল্লাহ ও তার রাসুল (সা.) প্রদত্ত দায়িত্ব হলো, সমাজে সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি এ দায়িত্ব পালন করা না হয়, তবে দোয়া কবুল করা হবে না। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দেবে। অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। তোমরা দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না। (তিরমিজি)
 
দোয়া কবুলে তাড়াহুড়া করা  
হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয়, যদি সে দোয়া পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল (সা.)  তাড়াহুড়া বলতে কী বোঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো, প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম, কিন্তু কবুল হতে দেখলাম না। ফলে সে নিরাশ ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। (সহিহ মুসলিম)
 
অন্তরের উদাসীনতা  
মুখে দোয়া করার সময় যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দোয়া কবুল হয় না। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, প্রার্থনা কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে। জেনে রাখো, আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। (তিরমিজি)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক