গত কয়েক বছর ধরেই ক্রমাগত চর্চায় রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সমাজমাধ্যম জুড়ে এখনও দাপট ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানটির। শুধু গান নয়, দৃশ্যায়নে তামান্না ভাটিয়ার নাচ নিয়েও চর্চা হয়েছে বিস্তর। তবে তামান্নাকে নিয়ে এই চর্চা ‘বাহুবলী’ ছবির সময় থেকে। তাঁর মাখনের মত ত্বক, টানটান গড়ন নিয়ে এক সময় বিস্তর চর্চা হয়েছে। যদিও সম্প্রতি তামান্না জানান তাঁরও নাকি ব্রণ হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, তাঁর গালেও ব্রণ হয়। সেটা কমাতে তিনি নিজের থুতু ব্যবহার করেন। তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক।
তবে তামান্না বলেন, ‘‘যে কোনও সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগলেই বেশি উপকার মেলে।’’ তিনি নিজে উপকার পেয়েছেন বলেই জানিয়েছেন। এটা প্রথম নয় অতীতে ব্রণ কমাতে মাটির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়েও মেখেছেন। তবে তা বলে, উঠতি বয়সের ছেলেমেয়েদের এমন উপায় মানতে উদ্বুদ্ধ করেননি তিনি। বলেছেন, ত্বকের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, তাঁর গালেও ব্রণ হয়। সেটা কমাতে তিনি নিজের থুতু ব্যবহার করেন। তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক।
তবে তামান্না বলেন, ‘‘যে কোনও সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগলেই বেশি উপকার মেলে।’’ তিনি নিজে উপকার পেয়েছেন বলেই জানিয়েছেন। এটা প্রথম নয় অতীতে ব্রণ কমাতে মাটির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়েও মেখেছেন। তবে তা বলে, উঠতি বয়সের ছেলেমেয়েদের এমন উপায় মানতে উদ্বুদ্ধ করেননি তিনি। বলেছেন, ত্বকের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে।