ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের ৫ তারকার চলনবিলে নৌকাবাইচ দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন কেঁদে কেটে হাতে-পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে, বিস্ফোরক অক্ষয়ের নায়িকা! সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা খুলনায় বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু রোজ এনার্জি ড্রিঙ্ক খেলে কেবল ডায়াবিটিস নয়, সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

অন্তর্বর্তী সরকারের এক বছরে কতটা ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি?

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:০৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:০৫:২৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের এক বছরে কতটা ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি? ফাইল ফটো
চড়া মূল্যস্ফীতি কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া, রিজার্ভ পরিস্থিতি উন্নতি ও ব্যাংক খাতে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম বছর শেষ করেছে অন্তর্বর্তী সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকট ও ব্যাংকিং কার্যক্রমে এখনও রয়েছে জটিলতা। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগে চাঞ্চল্য ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যাশিত সাফল্য আসেনি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয়া নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি। তবে সফলতা মিলেছে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে।
 
সরকারি হিসেবে, এক বছরে সার্বিক মূল্যস্ফীতি সাড়ে ১১ শতাংশ থেকে নেমেছে ৮ দশমিক ৫৫ শতাংশে। আর খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ থেকে কমেছে প্রায় অর্ধেক। যদিও সাধারণ মানুষ বলছেন, দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। তবে কয়েক কয়েকমাস ধরে ফের বাড়তে শুরু করেছে। এতে বেড়েই চলেছে জীবনযাত্রার ব্যয়।
 
এদিকে ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কারে মিলেছে দৃশ্যমান অগ্রগতি। গ্রাহকের আস্থা ফেরাতে গঠন করা হয়েছে নতুন পরিচালনা বোর্ড; তারল্য সংকট কাটাতে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আইনি সংস্থা নিয়োগের কথাও জানিয়েছে সরকার। 
 
বেড়েছে রেমিট্যান্স প্রবাহও। গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বছর ব্যবধানে যা বেড়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরজুড়ে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ বা ২৩.৯১ বিলিয়ন ডলার। 
 
স্থিতিশীলতা ফিরেছে অস্থির মুদ্রাবাজারে। ক্রমেই শক্তিশালী হয়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এক বছর আগে ভীষণ চাপে পড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ব্যবসায়ীরা বলছেন, অস্থিতিশীল অর্থনীতিকে স্বাভাবিক করতে সরকারের প্রচেষ্টা থাকলেও জ্বালানি সংকট ও আর্থিক খাতে এখনও রয়ে গেছে জটিলতা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কমেছে এবং এই সংকট আগামী অর্থবছর পর্যন্ত চলতে পারে।
 
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকারের প্রচেষ্টা ও আন্তরিকতা থাকা সত্ত্বেও গ্যাস ও বিদ্যুৎ সংকট এখনো রয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকে অসহযোগিতার প্রমাণ পাওয়া যাচ্ছে। এলডিসি উত্তরণের সুযোগকে ভিত্তি করে অনেক প্রণোদনা বন্ধ করে দেয়া হয়েছে। ইডিএফ লোনের সুবিধাও প্রায় বন্ধ হওয়ার পথে রয়েছে। পাশাপাশি সুদের হার ক্রমেই বাড়ছে।
 
সংস্কারকে টেকসই করতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারকে আরও মনোযোগ দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে স্বস্তি এসেছে এবং রিজার্ভের পতন রোধ করা গেছে; এখন এটি বাড়ছে। তবে বিনিয়োগে উদ্দীপনা জোগানো, মূল্যস্ফীতি কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও কাজ করা জরুরি।
 
তথ্য-উপাত্ত বলছে, গত এক বছরে বিদেশি ঋণ-অনুদান কমতির বিপরীতে দায় শোধে সফলতা দেখিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের সরকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক