ভারতে দেওয়া পোশাকের ক্রয়াদেশ স্থগিত করছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় ব্র্যান্ড। ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দেশটির সরবরাহকারীদের দেওয়া তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে এসব ব্র্যান্ড।
ভারতীয় রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়াদেশ স্থগিত রাখার ই–মেইল পেতে শুরু করেন। যেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রয়াদেশ স্থগিত রাখতে বলা হয়েছে।
এতে বলা হয়, মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো উচ্চ শুল্কের বোঝা ভাগ করতে রাজি নয়। তারা ভারতীয় রপ্তানিকারকদের এই ব্যয় পরিশোধ করতে বলছে।
ধারণা করা হচ্ছে, উচ্চ শুল্কের কারণে ভারত থেকে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ কমতে পারে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। এতে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা।
উল্লেখ্য ভারতের তৈরি পোশাক ও বস্ত্রের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
ভারতীয় রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়াদেশ স্থগিত রাখার ই–মেইল পেতে শুরু করেন। যেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রয়াদেশ স্থগিত রাখতে বলা হয়েছে।
এতে বলা হয়, মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো উচ্চ শুল্কের বোঝা ভাগ করতে রাজি নয়। তারা ভারতীয় রপ্তানিকারকদের এই ব্যয় পরিশোধ করতে বলছে।
ধারণা করা হচ্ছে, উচ্চ শুল্কের কারণে ভারত থেকে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ কমতে পারে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। এতে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা।
উল্লেখ্য ভারতের তৈরি পোশাক ও বস্ত্রের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।