রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ৬জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মুকেশ সরকার (৪৫), মোঃ পলাশ (৪৫), পারভেজ (৪৫), মোঃ জাহাঙ্গীর আলাম (৫২), মোঃ জনি (৪৫) এবং শ্রী সুমন (৪৫)। তাদের সকলের বাড়ি নগরীর বিভিন্ন এলাকায়। 
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। 
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত সাড়ে তিনটায় সোনাদিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়। 
এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
         
                   
                       
    নগরীতে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ি গ্রেফতার
- আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১০:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১০:০১ পূর্বাহ্ন
 নগরীতে জুয়া খেলা অবস্থায়  ৬ জুয়াড়ি গ্রেফতার
                                 নগরীতে জুয়া খেলা অবস্থায়  ৬ জুয়াড়ি গ্রেফতার 
                     
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  মোঃ মাসুদ রানা রাব্বানী :
 মোঃ মাসুদ রানা রাব্বানী :  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                