রাজশাহীর দূর্গাপুরে গাঁজা কেনাবেচার সময় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর দূর্গাপুর থানাধীন শ্যামপুর গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ আল কাফি (২৮) এবং আলিয়াবাদ গ্রামের মোঃ আহাদ মৃধার ছেলে মোঃ জালাল মৃধা (৪০)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দূর্গাপুর থানার আলিয়াবাদ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ে জড়িত। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ১৫,১০০ টাকা এবং ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলের মতো মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করে আসছিল।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর দূর্গাপুর থানাধীন শ্যামপুর গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ আল কাফি (২৮) এবং আলিয়াবাদ গ্রামের মোঃ আহাদ মৃধার ছেলে মোঃ জালাল মৃধা (৪০)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দূর্গাপুর থানার আলিয়াবাদ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ে জড়িত। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ১৫,১০০ টাকা এবং ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলের মতো মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করে আসছিল।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।