রাত থেকেই তাঁর বাড়িতে অতিথিদের আনাগোনা। ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে মঙ্গলবার রাত থেকে হইহই কাণ্ড। কেউ এনেছেন কেক, কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে। তিনি এখনও বাড়ির আদুরে মেয়ে, বোন। কারও আবার প্রিয় বন্ধু। ১৩ আগস্ট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন। এ দিন কাজ, বিতর্ক, রাজনীতি কোনও কিছু নিয়ে কথা বলতে রাজি নন অভিনেত্রী। বিশেষ দিনে শুধুই খাওয়া-দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানো। আনন্দবাজার ডট কম-এর ফোন তুলেই বললেন, “নিজেদের মূল্যবান সময় থেকে সবাই যে আমায় শুভেচ্ছা জানাচ্ছেন, সেটাই বড় ব্যাপার।”
১৩ আগস্ট কত বছরে পা দিলেন নায়িকা? প্রশ্ন শুনেই হাসির ফোয়ারা। শ্রাবন্তী বললেন, “বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই। কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যাপার।” অভিনেত্রী জানালেন তাঁর নাকি আসলে দু’টো জন্মদিন। তাঁর কথায়, “আমার দুটো জন্মদিন। একটা ১৩ আগস্ট নিজের। আর ১৪ আগস্ট মা হিসাবে আমার জন্ম হয়েছিল। এ দিন আমার ছেলের জন্মদিন। তার পরেই আবার স্বাধীন ভারতের জন্ম। সব মিলিয়ে এই তিন দিন বরাবরই উদ্যাপনের মধ্যে দিয়েই কাটে আমার। তবে দুগ্ধজাতীয় খাবারে আমার সমস্যা হয়। তাই পায়েসটা এড়িয়ে চলি।”
মা-বাবা, দিদি সবাই বিশেষ উপলক্ষে রয়েছেন শ্রাবন্তীর বাড়িতেই। আদরের বোনকে ইতিমধ্যেই তার প্রিয় কিছু উপহার দিয়েছেন তাঁর দিদি। অভিনেত্রী বললেন, “পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা ‘স্পাইসি’ জন্মদিন।” কিছু দিন আগে ছেলে তাঁকে একটি সোনার চুড়ি উপহার দিয়েছিলেন, সেটা কোনও ভাবেই হাত থেকে খোলেন না নায়িকা। এই জন্মদিনে ছেলের থেকে কী পেলেন অভিনেত্রী? শ্রাবন্তী বললেন, “তা তো ক্রমশ প্রকাশ্য। ওর ভালবাসাই আমার জন্য যথেষ্ট।”
১৩ আগস্ট কত বছরে পা দিলেন নায়িকা? প্রশ্ন শুনেই হাসির ফোয়ারা। শ্রাবন্তী বললেন, “বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই। কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যাপার।” অভিনেত্রী জানালেন তাঁর নাকি আসলে দু’টো জন্মদিন। তাঁর কথায়, “আমার দুটো জন্মদিন। একটা ১৩ আগস্ট নিজের। আর ১৪ আগস্ট মা হিসাবে আমার জন্ম হয়েছিল। এ দিন আমার ছেলের জন্মদিন। তার পরেই আবার স্বাধীন ভারতের জন্ম। সব মিলিয়ে এই তিন দিন বরাবরই উদ্যাপনের মধ্যে দিয়েই কাটে আমার। তবে দুগ্ধজাতীয় খাবারে আমার সমস্যা হয়। তাই পায়েসটা এড়িয়ে চলি।”
মা-বাবা, দিদি সবাই বিশেষ উপলক্ষে রয়েছেন শ্রাবন্তীর বাড়িতেই। আদরের বোনকে ইতিমধ্যেই তার প্রিয় কিছু উপহার দিয়েছেন তাঁর দিদি। অভিনেত্রী বললেন, “পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা ‘স্পাইসি’ জন্মদিন।” কিছু দিন আগে ছেলে তাঁকে একটি সোনার চুড়ি উপহার দিয়েছিলেন, সেটা কোনও ভাবেই হাত থেকে খোলেন না নায়িকা। এই জন্মদিনে ছেলের থেকে কী পেলেন অভিনেত্রী? শ্রাবন্তী বললেন, “তা তো ক্রমশ প্রকাশ্য। ওর ভালবাসাই আমার জন্য যথেষ্ট।”