ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

বাজে মৌসুম কাটিয়েও র‌্যা ঙ্কিংয়ের শীর্ষে রিয়াল

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৮:১৪ অপরাহ্ন
বাজে মৌসুম কাটিয়েও র‌্যা ঙ্কিংয়ের শীর্ষে রিয়াল ছবি: সংগৃহীত
সবশেষ মৌসুমটা বেশ হতাশাজনক-ই ছিল রিয়াল মাদ্রিদের জন্য। কতটা হতাশার? একঝাঁক তারকা ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলার নিয়েও কোনো মেজর ট্রফি জিততে পারেনি তারা। কিন্তু তার পরও উয়েফা ক্লাব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

অথচ লা লিগাসহ একাধিক শিরোপা জিতেও বার্সেলোনার জায়গা হয়নি সেরা আটে। অন্যদিকে ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জিতে দারুণ একটি মৌসুম কাটানোর পরও সেরা পাঁচে জায়গা হয়নি ফরাসি ক্লাব পিএসজির।
 
নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের ক্লাবগুলোর র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে উয়েফা। যেখানে সেরা দশে অবস্থান করছে শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোই। গত মৌসুমে মেজর কোনো ট্রফি জিততে না পারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। যদিও গত মৌসুমের তুলনায় ২৬ পয়েন্ট কমেছে তাদের। বর্তমানে ১১৭.৫ পয়েন্ট নিয়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্টরা।
 
অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের পয়েন্ট ১০৮.২৫। তাদের তুলনায় ১ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে ইন্টার মিলান। সবশেষ মৌসুমের আগে ছয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। চারে নেমে যাওয়া ম্যানসিটির পয়েন্ট ১০২.৭৫। অন্যদিকে প্রিমিয়ার লিগ জিতলেও অবনতি হয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের। সবশেষ মৌসুমের আগে চারে থাকা ক্লাবটি এবার ১০১.৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচে।
 
অবনতি হয়েছে ফরাসি ক্লাব পিএসজিরও। ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জয়; সব মিলিয়ে নিজেদের ইতিহাসে স্মরণীয় একটি মৌসুম কাটিয়েছে তারা। তারপরও একধাপ নিচে নেমে ছয়ে অবস্থান করছে ক্লাবটি। ৯৪.৫ পয়েন্ট তাদের। উন্নতি হয়েছে বুন্দেসলিগার রানার-আপ লেভারকুসেনের। পাঁচ ধাপ এগিয়ে ৮৫.২৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে তারা। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ৮৪.৭৫ পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থানে আছে।
 
এদিকে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ কাপ জয়ী বার্সেলোনার এক ধাপ উন্নতি হয়েছে। ৮৩.২৫ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে তারা। সেরা দশে জায়গা ধরে রেখেছে ইতালিয়ান ক্লাব রোমা। ৮০.৫ পয়েন্ট তাদের খাতায়।
 
শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা পর্তুগালের ক্লাব বেনফিকা চার ধাপ এগিয়ে ১১তম স্থানে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৭৭.৭৫।
 
মূলত উয়েফা ক্লাব র‌্যাঙ্কিং- ক্লাবগুলোর উয়েফার প্রতিযোগিতায় পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যা গত পাঁচ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফলাফল থেকে হিসেব করা হয়। প্রতিটি ক্লাবের মোট পয়েন্ট গণনা করে তাদের র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। যার কারণে ২০২৪-২৫ মৌসুমটা বাজে কাটলেও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। অন্যদিকে ঘরোয়া লিগে দারুণ ছন্দে থেকেও উয়েফার র‌্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি হয়নি বার্সেলোনার। আর গত পাঁচ মৌসুমের ফল বিবেচনায় এবার স্মরণীয় মৌসুম কাটিয়েও উন্নতি হয়নি পিএসজির।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি