সম্প্রতি অভিনেত্রী গৌতমী কাপুর তাঁর শৈশবের এক ভয়ঙ্কর যৌন হেনস্থার স্মৃতিচারণ করেছেন, যা বহু মানুষকে নাড়া দিয়েছে। একই সাথে ইন্ডিয়ান ওটিটি জগতের জনপ্রিয় স্পাই থ্রিলার ‘স্পেশ্যাল অপস’-এর দ্বিতীয় সিজন নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
শৈশবের দুঃসহ স্মৃতি ও প্রতিবাদের বার্তা
গৌতমী কাপুর জানান, তিনি যখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন, তখন স্কুল থেকে ফেরার পথে বাসে এক ব্যক্তি তাঁর প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। এই ঘটনায় তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন, বাস থেকে নামার পর বেশ কিছুক্ষণ তাঁর স্বাভাবিক হতে সময় লেগেছিল। বাড়িতে এসে যখন তিনি তাঁর মাকে সব খুলে বলেন, তখন তাঁর মা তাঁকে ভয় না পেয়ে প্রতিবাদ করার সাহস জোগান।
তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন, এই ধরনের পরিস্থিতিতে চুপ করে না থেকে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে চিৎকার করে বা গায়ে হাত তুলেও অন্যায়ের প্রতিরোধ করতে হবে। রাম কাপুরের স্ত্রী, সফল অভিনেত্রী গৌতমী তাঁর এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সমাজের সব মেয়েদের হয়রানি সহ্য না করে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
‘স্পেশ্যাল অপস’-এর নতুন সিজন এবং তারকা সমাহার
বহুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘স্পেশ্যাল অপস’-এর দ্বিতীয় সিজনটি ১৮ই জুলাই, ২০২৫-এ জিওহটস্টারে (JioHotstar) মুক্তি পেয়েছে। নীরজ পান্ডে নির্মিত এই সিরিজে পুনরায় ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং-এর চরিত্রে ফিরেছেন কে কে মেনন।এবারের সিজনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী, যা নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
টোটা রায়চৌধুরী জানিয়েছেন যে, তিনি নীরজ পান্ডের কাজের অনুরাগী এবং তাঁর পরিচালনায় ‘স্পেশ্যাল অপস ২’-এর মতো আন্তর্জাতিক মানের শো-তে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এই সিজনেও করণ টাক্কারকে ফারুক আলি চরিত্রে দেখা যাবে। সিরিজের নির্মাতারা জানিয়েছেন, ‘স্পেশ্যাল অপস’-এর জগৎকে আরও বড় এবং emocionante করে তোলার চেষ্টা করা হয়েছে এবং দ্বিতীয় সিজনে সাইবার সন্ত্রাসের মতো বিষয়কে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে। যদিও সিরিজের তৃতীয় সিজন নিয়েও জল্পনা শুরু হয়েছে, তবে সেটি ২০২৬ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।
শৈশবের দুঃসহ স্মৃতি ও প্রতিবাদের বার্তা
গৌতমী কাপুর জানান, তিনি যখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন, তখন স্কুল থেকে ফেরার পথে বাসে এক ব্যক্তি তাঁর প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। এই ঘটনায় তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন, বাস থেকে নামার পর বেশ কিছুক্ষণ তাঁর স্বাভাবিক হতে সময় লেগেছিল। বাড়িতে এসে যখন তিনি তাঁর মাকে সব খুলে বলেন, তখন তাঁর মা তাঁকে ভয় না পেয়ে প্রতিবাদ করার সাহস জোগান।
তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন, এই ধরনের পরিস্থিতিতে চুপ করে না থেকে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে চিৎকার করে বা গায়ে হাত তুলেও অন্যায়ের প্রতিরোধ করতে হবে। রাম কাপুরের স্ত্রী, সফল অভিনেত্রী গৌতমী তাঁর এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সমাজের সব মেয়েদের হয়রানি সহ্য না করে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
‘স্পেশ্যাল অপস’-এর নতুন সিজন এবং তারকা সমাহার
বহুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘স্পেশ্যাল অপস’-এর দ্বিতীয় সিজনটি ১৮ই জুলাই, ২০২৫-এ জিওহটস্টারে (JioHotstar) মুক্তি পেয়েছে। নীরজ পান্ডে নির্মিত এই সিরিজে পুনরায় ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং-এর চরিত্রে ফিরেছেন কে কে মেনন।এবারের সিজনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী, যা নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
টোটা রায়চৌধুরী জানিয়েছেন যে, তিনি নীরজ পান্ডের কাজের অনুরাগী এবং তাঁর পরিচালনায় ‘স্পেশ্যাল অপস ২’-এর মতো আন্তর্জাতিক মানের শো-তে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এই সিজনেও করণ টাক্কারকে ফারুক আলি চরিত্রে দেখা যাবে। সিরিজের নির্মাতারা জানিয়েছেন, ‘স্পেশ্যাল অপস’-এর জগৎকে আরও বড় এবং emocionante করে তোলার চেষ্টা করা হয়েছে এবং দ্বিতীয় সিজনে সাইবার সন্ত্রাসের মতো বিষয়কে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে। যদিও সিরিজের তৃতীয় সিজন নিয়েও জল্পনা শুরু হয়েছে, তবে সেটি ২০২৬ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।