নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে পশ্চিম মনতলা গ্রামের মো.খুখন মিয়ার ছেলে ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় পূর্ব বিরোধের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের উপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খুখন মিয়া জানান, আগের দিন ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের উপর হামলা চালায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করে। আমি আমার ছেলে হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
                           স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় পূর্ব বিরোধের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের উপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খুখন মিয়া জানান, আগের দিন ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের উপর হামলা চালায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করে। আমি আমার ছেলে হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                