ইসলামী শরিয়তে সুদ একটি কবিরা গুনাহ। সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে সামাজিক বৈষম্য প্রকট হয়। সমাজে নেমে আসে অস্থিরতা ও অরাজকতা। রাসুল (সা.) সব ধরনের সুদের কারবার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
কারণ এর মাধ্যমে মানুষের জীবনে ধ্বংস নেমে আসে। হাদিসে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُوْلُ اللهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُوْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
অর্থ : জাবের (রা.) থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল (সা.) সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর সাক্ষীদের ওপর অভিশাপ করেছেন। তিনি বলেছেন, ‘ওরা সবাই সমান।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৫৯৮)
অন্য হাদিসে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ " الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلاَتِ الْمُؤْمِنَاتِ "
অর্থ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা ধ্বংসাত্মক সাত কাজ থেকে বেঁচে থাকো।
তখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল, তা কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। (২) জাদু করা। (৩) আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করা। (৪) এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা।
(৫) সুদ খাওয়া। (৬) যুদ্ধক্ষেত্র থেকে পালানো। এবং (৭) সতী সরলমনা ও ঈমানদার নারীকে। (সহিহ মুসলিম, হাদিস : ১৫৯৮)
কারণ এর মাধ্যমে মানুষের জীবনে ধ্বংস নেমে আসে। হাদিসে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُوْلُ اللهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُوْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
অর্থ : জাবের (রা.) থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল (সা.) সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর সাক্ষীদের ওপর অভিশাপ করেছেন। তিনি বলেছেন, ‘ওরা সবাই সমান।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৫৯৮)
অন্য হাদিসে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ " الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلاَتِ الْمُؤْمِنَاتِ "
অর্থ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা ধ্বংসাত্মক সাত কাজ থেকে বেঁচে থাকো।
তখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল, তা কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। (২) জাদু করা। (৩) আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করা। (৪) এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা।
(৫) সুদ খাওয়া। (৬) যুদ্ধক্ষেত্র থেকে পালানো। এবং (৭) সতী সরলমনা ও ঈমানদার নারীকে। (সহিহ মুসলিম, হাদিস : ১৫৯৮)