অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা কঙ্গনা রানাউত বরাবরই স্পষ্টবক্তা এবং তার মন্তব্যের জন্য প্রায়শই বিতর্কের কেন্দ্রে থাকেন। সম্প্রতি, প্রেম এবং সম্পর্ক নিয়ে তার করা কিছু মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিনয়ের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ হিসেবে রাজনীতিতে পা রাখা কঙ্গনা, ব্যক্তিগত জীবনকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রাখেন। তবে এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ এবং আধুনিক সম্পর্ক নিয়ে নিজের কঠোর মনোভাব ব্যক্ত করেছেন তিনি।
সঙ্গী খোঁজার জন্য ডেটিং অ্যাপের ব্যবহারের ঘোর বিরোধী কঙ্গনা। এই ধরনের অ্যাপকে তিনি 'সমাজের নর্দমা'র সঙ্গে তুলনা করেছেন। তার মতে, যারা এই অ্যাপগুলো ব্যবহার করেন, তাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো চাহিদা বা প্রয়োজন থাকে। কঙ্গনা বলেন, "আমি কখনও ডেটিং অ্যাপ-এ থাকতে চাইনি। এটা হল সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, কারও আবার শারীরিক প্রয়োজন।
বর্তমান প্রজন্মের সম্পর্ক নিয়েও হতাশ কঙ্গনা। তার মতে, আজকের যুগে নারী-পুরুষ উভয়েই প্রয়োজনের তাগিদে সম্পর্কে জড়াচ্ছে, কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝার কোনো স্বাস্থ্যকর উপায় নেই। তিনি আধুনিক সম্পর্কের ধরনকে "ভয়ানক" বলে আখ্যা দিয়েছেন।
যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের প্রতিও তীব্র বিতৃষ্ণা প্রকাশ করেছেন এই অভিনেত্রী-সাংসদ। তিনি মনে করেন, আত্মবিশ্বাসের অভাব রয়েছে এমন মানুষেরাই এই ধরনের অ্যাপ ব্যবহার করেন। সাক্ষাৎকারে সঞ্চালক তার সঙ্গে সামান্য দ্বিমত পোষণ করলে, কঙ্গনা তাকে কটাক্ষের ভয়ে নিজের মত প্রকাশ করতে না পারার জন্য অভিযুক্ত করেন।
আদর্শ সঙ্গী খুঁজে পাওয়ার উপায় হিসেবে কঙ্গনা শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র বা পরিবারের মাধ্যমে সম্বন্ধ করে বিয়েকেই সমর্থন করেন। তার কথায়, "অফিসে বা কলেজে আপনি ভাল মানুষ খুঁজে পেতে পারেন আপনি। অথবা আপনার বাবা-মাও ভাল সঙ্গী খুঁজে দিতে পারেন।" তিনি আরও যোগ করেন, "আমার মতো কাউকে ডেটিং অ্যাপ-এ আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যাঁরা জীবনে কিছুই করে উঠতে পারেননি। এই মন্তব্যের মাধ্যমে তিনি ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের একপ্রকার অযোগ্য হিসেবেই প্রতিপন্ন করেছেন।
সঙ্গী খোঁজার জন্য ডেটিং অ্যাপের ব্যবহারের ঘোর বিরোধী কঙ্গনা। এই ধরনের অ্যাপকে তিনি 'সমাজের নর্দমা'র সঙ্গে তুলনা করেছেন। তার মতে, যারা এই অ্যাপগুলো ব্যবহার করেন, তাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো চাহিদা বা প্রয়োজন থাকে। কঙ্গনা বলেন, "আমি কখনও ডেটিং অ্যাপ-এ থাকতে চাইনি। এটা হল সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, কারও আবার শারীরিক প্রয়োজন।
বর্তমান প্রজন্মের সম্পর্ক নিয়েও হতাশ কঙ্গনা। তার মতে, আজকের যুগে নারী-পুরুষ উভয়েই প্রয়োজনের তাগিদে সম্পর্কে জড়াচ্ছে, কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝার কোনো স্বাস্থ্যকর উপায় নেই। তিনি আধুনিক সম্পর্কের ধরনকে "ভয়ানক" বলে আখ্যা দিয়েছেন।
যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের প্রতিও তীব্র বিতৃষ্ণা প্রকাশ করেছেন এই অভিনেত্রী-সাংসদ। তিনি মনে করেন, আত্মবিশ্বাসের অভাব রয়েছে এমন মানুষেরাই এই ধরনের অ্যাপ ব্যবহার করেন। সাক্ষাৎকারে সঞ্চালক তার সঙ্গে সামান্য দ্বিমত পোষণ করলে, কঙ্গনা তাকে কটাক্ষের ভয়ে নিজের মত প্রকাশ করতে না পারার জন্য অভিযুক্ত করেন।
আদর্শ সঙ্গী খুঁজে পাওয়ার উপায় হিসেবে কঙ্গনা শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র বা পরিবারের মাধ্যমে সম্বন্ধ করে বিয়েকেই সমর্থন করেন। তার কথায়, "অফিসে বা কলেজে আপনি ভাল মানুষ খুঁজে পেতে পারেন আপনি। অথবা আপনার বাবা-মাও ভাল সঙ্গী খুঁজে দিতে পারেন।" তিনি আরও যোগ করেন, "আমার মতো কাউকে ডেটিং অ্যাপ-এ আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যাঁরা জীবনে কিছুই করে উঠতে পারেননি। এই মন্তব্যের মাধ্যমে তিনি ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের একপ্রকার অযোগ্য হিসেবেই প্রতিপন্ন করেছেন।