ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

প্রতিদিনের গুরুত্বপূর্ণ ছয়টি আমল

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন
প্রতিদিনের গুরুত্বপূর্ণ ছয়টি আমল ছবি: সংগৃহীত
 

মানুষের জীবনে প্রতিটি দিন একটি নতুন সুযোগ। প্রতিদিন আমরা এমন অনেক কাজ করি যা হয়তো তেমন বড় মনে হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলোর মূল্য অপরিসীম। দ্বীনের পথে চলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং জান্নাতের যোগ্যতা লাভের জন্য সবসময় বড় কোনো ইবাদতের প্রয়োজন হয় না; বরং ছোট ছোট কিন্তু নিয়মিত আমলই মুমিনের জীবনকে বরকতময় করে তোলে এবং আখিরাতে অসীম পুরস্কার এনে দেয়।

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এমন অনেক সহজ আমল শিখিয়েছেন যা আমরা চাইলেই প্রতিদিন করতে পারি এবং যার বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে এমনই ছয়টি সহজ কিন্তু মহামূল্যবান আমল তুলে ধরা হলো, যেগুলো পালন করা প্রতিটি মুমিনের জন্য সম্ভব।

বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَسَلَّمَ كَانَتْ بَرَكَةً عَلَيْهِ وَعَلَى أَهْلِ بَيْتِهِ যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, তখন সালাম দেবে, এতে তোমাদের জন্য বরকত হবে। (সুনানু আবি দাউদ:৫২০২ সহিহুত তারগিব:৩১৬)
বাড়িতে প্রবেশের সময় সালাম দিলে আল্লাহ তাআলা আপনাকে নিজের জিম্মায় নেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সালাম শুধু একটি অভিবাদন নয়, বরং এটি দোয়া, ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক।

মনোযোগ দিয়ে আজানের উত্তর দেওয়া
مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ مِثْلَ مَا يَقُولُ، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ যে ব্যক্তি আজানের উত্তর দেবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।(সুনানু আবি দাউদ:৫২৭) আজানের উত্তর দেওয়া খুব সহজ একটি আমল, কিন্তু এর মাধ্যমে আমরা আযানের ডাকে সাড়া দিই এবং আল্লাহর আহ্বানে অংশ নিই।
 
সঠিক হয়েও ঝগড়া পরিহার করা
أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি ঘরের জামিনদার, যে সঠিক হয়েও তর্ক-বিতর্ক পরিহার করে(সুনানু আবি দাউদ:৪৮০০) 

অহেতুক ঝগড়া ও বিতর্ক শুধু মনোভাব নষ্টই করে না, বরং সম্পর্কের ক্ষতি করে। তাই ইসলামে বিনয়ী থাকা ও বিবাদ এড়িয়ে চলাকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।
 
আল্লাহর সন্তুষ্টির জন্য ‘লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
(صحيح البخاري، حديث: 6423؛ صحيح مسلم، حديث: 26) যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ  বলবে, তার জন্য জাহান্নাম হারাম হবে। (সহিহ বুখারি:৬৪২৩, সহিহ মুসলিম:২৬)

তাওহিদের এ কালিমা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। প্রতিদিন কয়েকবার আন্তরিকতার সাথে এই কালিমা পাঠ করা মুমিনকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দেয়।
 
ওজুর পর শাহাদাতের কালিমা পাঠ করা
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُسْبِغُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ যে ব্যক্তি ওজু সম্পন্ন করে এবং তারপর শাহাদাতের কালিমা পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে, সে ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। (সহিহ মুসলিম:২৩৪, সুনানু ইবনু মাজাহ: ৪৭০)

ওজুর পর এই দোয়া পাঠ করা আখিরাতে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেয়।
 
প্রতিদিন সুরা ইখলাস পাঠ করা
مَنْ قَرَأَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ عَشْرَ مَرَّاتٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ যে ব্যক্তি দিনে দশবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুরা ইখলাসে তাওদিদের ঘোষণা রয়েছে। এটি পাঠ করা এক-তৃতীয়াংশ কুরআন পাঠের সমান সওয়াব এনে দেয়। সহিহ জামে:৬৩৪০, মিশকাত শরিফ: ২১৬০)

اللَّهُمَّ وَفِّقْنَا لِلْعَمَلِ الصَّالِحِ، وَاجْعَلْ هَذِهِ الْأَعْمَالَ سَبَبًا لِدُخُولِنَا الْجَنَّةَ، وَنَجِّنَا بِهَا مِنَ النَّارِ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ হে আল্লাহ! আমাদেরকে সৎকাজ করার তাওফিক দিন, এই আমলগুলোকে জান্নাতে প্রবেশের মাধ্যম বানিয়ে দিন, আর এর দ্বারা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন এই সহজ কিন্তু মহান আমলগুলো করার তাওফিক দান করুন, এগুলোর মাধ্যমে জান্নাতের পথ সুগম করুন এবং আখিরাতে আমাদেরকে চিরস্থায়ী সাফল্য দান করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি