ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহনন প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান রাণীনগরে চোলায় মদসহ মাদক কারবারি আটক -২ কেশরহাট পৌরসভায় কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন প্রশিক্ষণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী মাহিন গ্রেফতার

ঋণের দায়ে পরিবারসহ আত্মঘাতী: রাজশাহীতে ২ গ্রামে চারজনের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:০৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:০৬:২০ অপরাহ্ন
ঋণের দায়ে পরিবারসহ আত্মঘাতী: রাজশাহীতে ২ গ্রামে চারজনের দাফন সম্পন্ন ঋণের দায়ে পরিবারসহ আত্মঘাতী: রাজশাহীতে ২ গ্রামে চারজনের দাফন সম্পন্ন
জীবিত অবস্থায় কেউ দায়িত্ব নেয়নি। মৃত্যুর পর লাশ ভাগ করে দাফনের দায়িত্ব নিয়েছে দুই পরিবার।

শনিবার (১৬ আগস্ট) মহানগরীর টিকাপাড়ায় মা-মেয়ের এবং বামনশিকড়ে পিতা-ছেলের দাফন সম্পন্ন হয়। তবে এই মর্মান্তিক ঘটনা চাপ দিয়ে পরিকল্পিত হত্যা, না নিছক আত্মহত্যা, এ নিয়ে রহস্যের ছায়া ঘনীভূত হচ্ছে।

নিহতরা হলেন, মিনারুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৪) এবং মেয়ে মিথিলা (৩)। সিংড়া পুকুরপাড়ের উত্তর পাশের বাসিন্দা মিনারুল কৃষিকাজ করে সংসার চালাতেন। প্রতিবেশীদের মতে, তিনি চাপা স্বভাবের মানুষ ছিলেন; অভাবে থাকলেও কখনো কারও কাছে হাত পাততেন না। কিন্তু ঋণের জালে আটকে পড়ে তাঁর জীবন অসহ্য হয়ে ওঠে।

রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে অভাব-অনটন আর ঋণের চাপে জর্জরিত এক কৃষক তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির দুটি কক্ষ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া দুটি চিরকুটে মৃত্যুর কারণ বর্ণনা করেছেন নিহত মিনারুল ইসলাম।

ঘটনাস্থলে এক কক্ষের বিছানায় মনিরা ও মিথিলার মরদেহ পাওয়া যায়। পাশের কক্ষে মাহিমের লাশের পাশে সিলিং ফ্যান থেকে ঝুলছিলেন মিনারুল। পুলিশের ধারণা, চিরকুট দুটি মিনারুলেরই লেখা। প্রথম চিরকুটে লেখা: “আমি নিজ হাতে সবাইকে মারলাম। কারণ, আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ, ছেলে-মেয়ে কার আশায় বাঁচবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।”

দ্বিতীয় চিরকুটে বিস্তারিত বর্ণনা: “আমরা চারজন আজ রাতে মারা যাব। এই মরার জন্য কারও কোনো দোষ নেই। কারণ, লিখে না গেলে বাংলার পুলিশ কাকে না কাকে ফাঁসাবে। আমি প্রথমে আমার বউকে মেরেছি, তারপর ছেলেকে, তারপর মেয়েকে। এরপর আমি নিজে গলায় ফাঁস দেব।”

শনিবার সকাল থেকে মিনারুলের বাড়িতে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা হাসান জানান, আনুমানিক পাঁচ বছর আগে নেশা ও জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে মিনারুল। এরপর বাবার ১৫ কাঠা জমির মধ্যে ৫ কাঠা জমি বিক্রয় করে দেড় লক্ষ টাকা পরিশোধ করলেও পুরোপুরি ঋণমুক্ত হতে পারেন নি তিনি। এরপর তিনি নেশা ও জুয়া ছেড়ে ভালো হয়ে যান, এবং তিনি একজন কঠোর পরিশ্রমী কৃষক হয়ে ওঠেন। এরপর বিভিন্ন এনজিও থেকে লোন ও সুদের চাপে পুরোপুরি ঋণগ্রস্থ হয়ে পড়েন। বেশ কিছুদিন আগে এক নিকট আত্মীয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন, কিন্তু সময়মতো ফেরত দিতে না পেরে, চাপের মুখে পড়েন।

প্রতিবেশী মোক্তার হোসেন বলেন, “মিনারুল অভাব-অনটনে জর্জরিত ছিল, কিন্তু কাউকে কিছু বলত না। চুপচাপ সব সহ্য করত। মৃত্যুর কয়েক দিন আগে আমার কাছে টাকা ধার চেয়েছিল, কিন্তু দিতে পারিনি।”

কৃষক হাসান আলী বলেন করেন, “এনজিওর লোকেরা টাকা না পেলে বাড়িতে বসে থাকত। মিনারুলের ছোট বোন নাজমা খাতুন জানিয়েছেন, ভাই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন, তবে কোন প্রতিষ্ঠান থেকে তা পরিবার জানত না।”

মিনারুলের মা আঞ্জুয়ারা বেগমের কণ্ঠে কান্না: “আমার ছেলেটা চাপা স্বভাবের ছিল। কোনো দিন আমাদের কাছে কষ্টের কথা বলেনি।”

ঘটনায় শুক্রবার রাতে মতিহার থানায় দুটি মামলা দায়ের হয়। মিনারুলের বাবা রুস্তম আলী অপমৃত্যুর মামলা করেন, অন্যদিকে শাশুড়ি শিউলি বেগম মিনারুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, “চিরকুটে মিনারুল তিনজনকে হত্যার পর আত্মহত্যার কথা লিখে গেছেন। ফরেনসিক পরীক্ষায় যদি এটা নিশ্চিত হয়, তাহলে হত্যা মামলা চলবে না; চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। অন্যথায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হবে।”

ওসি আরও জানান, মিনারুলের কাছে অনেকে টাকা পেতেন; তাদের চাপ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ময়নাতদন্তের পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, “শিউলি বেগম প্রথমে রাজি ছিলেন না। ভবিষ্যতের স্বার্থে আমরা বুঝিয়ে মামলা করিয়েছি।”

এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, গ্রামীণ ঋণের ভয়াবহ চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলার এক করুণ উদাহরণ। স্থানীয়রা আশঙ্কা করছেন, এমন ঘটনা আর না ঘটুক, তার জন্য সমাজের সচেতনতা দরকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭