রাজশাহী মহানগরীর কাটাখালী, পবা ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, অ্যালকোহল এবং চোলাই মদ-সহ চারজনকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) রাতে কাটাখালী ও পবা থানা অঞ্চলে অভিযান চালিয়ে তাদের মাদক-সহ গ্রেফতার করা হয়।
সোমবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
রবিবার (১৭ আগস্ট) রাতে কাটাখালী ও পবা থানা অঞ্চলে অভিযান চালিয়ে তাদের মাদক-সহ গ্রেফতার করা হয়।
সোমবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কাটাখালী থানার বটতলা মোড়ে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী মোঃ নাজিম মামুন ওরফে আরহাম (২৮) এবং মোঃ নিশান গাইনকে (৩১) আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাজিম গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার এবং নিশান চাঁদপুর জেলার সদর থানার রালদিয়া গ্রামের বাসিন্দা।
একই দিনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পবা থানার পুলিশ পশ্চিম পুঠিয়াপাড়ার একটি হোমিওপ্যাথিক দোকানে অভিযান চালায়। সেখান থেকে ১৪৪ বোতল অ্যালকোহলসহ মোঃ আঃ মান্নানকে (৩৭) গ্রেফতার করা হয়। মান্নান রাজশাহীর মোহনপুর থানার খয়রা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে পবা থানার বাগধানী এলাকায় বসবাস করছিলেন।
অপর একটি অভিযানে, রাজপাড়া থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় ৭৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ৭ লক্ষ ২৯ হাজার ৯৯২ টাকাসহ মোসাঃ বুলবুলি (৫৪) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।