বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশের জন্য এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছে, এবং সোমবার (১৮ আগস্ট) শিক্ষা সচিব এতে অনুমোদন দিয়েছেন।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। সোমবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে উঠবে। উপদেষ্টার অনুমোদন পেলে সোমবারই সুপারিশ চূড়ান্ত হতে পারে, অন্যথায় মঙ্গলবার (১৯ আগস্ট) এটি সম্পন্ন হবে। চলতি বছরের ১৬ জুন এনটিআরসিএ এক লাখের বেশি শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যাতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এনটিআরসিএ ইতোমধ্যে সুপারিশ তৈরির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমানের সঙ্গে আলোচনার পর এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক