রাজশাহীর তানোরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) সকালে র্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রকৌশলী জাকির হোসেনের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকাত সালমান বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে জনগণের সচেতনতা ও প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রকৌশলী নুরনাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনসহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে তিনজন সফল মৎস্যচাষী—মৃদুল হোসেন, মনিরুল ইসলাম, সহিদুল ইসলাম—এবং নারীর আত্মকর্মসংস্থানে অবদানের জন্য এফএইচ এসোসিয়েশনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এই কর্মসূচি মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির প্রতি স্থানীয়দের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত হয়।