আগামী নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।
তিনি বলেন, আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি। আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
এরআগে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল।
বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, পরিকল্পনা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার হয়।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে ইইউ প্রতিনিধিরা। এর আগে, কয়েক বার সিইসির সাথে বৈঠক করেছে ইইউ। একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় বলে জানান প্রতিনিধিরা।
                           মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।
তিনি বলেন, আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি। আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
এরআগে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল।
বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, পরিকল্পনা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার হয়।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে ইইউ প্রতিনিধিরা। এর আগে, কয়েক বার সিইসির সাথে বৈঠক করেছে ইইউ। একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় বলে জানান প্রতিনিধিরা।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                