রাজশাহীতে মো. সাজাহান নামে এক মাদক কারবারির বিরুদ্ধে র্যাবের অভিযান এবং তার পক্ষ থেকে র্যাবের বিরুদ্ধে পাল্টা হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) নগরীতে এক সংবাদ সম্মেলনে সাজাহান ও তার স্ত্রী লামিয়া আক্তার র্যাবের এক এসআইয়ের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলার হুমকি এবং পরিবারের প্রতি হয়রানির অভিযোগ করেন। অপরদিকে, র্যাব দাবি করেছে, সাজাহান একজন চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি, যিনি বিপুল সম্পদের মালিক এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।
*অভিযোগের বিবরণ*
*সাজাহান ও লামিয়ার অভিযোগ:*
• ৮ আগস্ট ২০২৫ রাতে র্যাব অভিযান চালিয়ে সাজাহানকে নির্যাতন করেছে।
• র্যাবের এক এসআই মিথ্যা মামলা দায়েরের হুমকি দিয়েছেন এবং পরিবারকে হয়রানি করেছেন। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।
র্যাবের দাবি:
• সাজাহান রাজশাহীর শীর্ষ মাদক কারবারিদের একজন এবং অস্ত্র কারবারের সঙ্গে জড়িত।
• তার বিরুদ্ধে আরএমপিতে ৪টি ও জেলাতে ৩টি মামলা রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
• চক্রের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদে সাজাহানের নাম উঠে এসেছে, এবং অস্ত্র ব্যবহারের ভিডিও ফুটেজও পাওয়া গেছে।
• র্যাবের বিরুদ্ধে সাজাহানের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, যা র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
• র্যাব কোনো আইনবহির্ভূত কাজ করেনি এবং মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে।
সাজাহানের পরিচয়:
• বর্তমান বাসস্থান: রাজশাহী নগরীর বুধপাড়া চার রাস্তার মোড়।
• পৈতৃক বাসা: চাঁপাইনবাবগঞ্জের মসজিদপাড়া।
• তার স্ত্রী লামিয়া আক্তারের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
র্যাবের তৎপরতা:
• র্যাব-৫, রাজশাহী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাজাহানের বিরুদ্ধে অভিযান চালায়।
• অভিযানে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে র্যাব দাবি করেছে।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। সাজাহান ও তার স্ত্রী র্যাবের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ করলেও, র্যাব তাদের দাবিকে মিথ্যা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।