চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেলকে প্রায় এক বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭)।
বুধবার (২০ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহত জুবায়ের উদ্দিন বাবু (২৬) নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় একটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘটনার প্রেক্ষাপট
গত ২০ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যায় চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় একটি নবনির্মিত স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়েছিল। জুবায়ের খেলা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে খেলা শুরুর ঠিক আগে, আবির রহমান রুবেল ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনের মালিক পক্ষ, আয়োজক এবং সাধারণ দর্শকদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় জুবায়েরসহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলা ও তদন্ত
এই হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন, ২১ সেপ্টেম্বর ২০২৪, জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। এই মামলার সূত্র ধরে র্যাব-৭ তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।
তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার অন্যতম প্রধান আসামি আবির রহমান রুবেল (২৮) কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রুবেল চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুনু মিয়ার ছেলে।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪, মামলার এজাহারভুক্ত আরেক আসামি মো. তারেককে বরিশাল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আবির রহমান রুবেলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।