পর্দা জুড়ে লাস্য ছড়াবেন নুসরত জাহান। তাল মেলাবেন ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ ‘আইটেম গানে। এমন ধারার গান লিখেছেন কে? কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন। টলিউড যাঁকে সাধারণত গম্ভীর বিষয় নিয়ে ছবির গল্প বা চিত্রনাট্যকার রূপে জানে। কী করে এমন ‘মশালা’ গান লিখে ফেললেন? পাল্টা রহস্য ছড়ালেন তিনিও। জিনিয়া হাসতে হাসতে বললেন, “আমি কিন্তু অর্ডার পেয়ে তবে বর্ডার ক্রস করেছি!”
কিন্তু জিনিয়ার কলম কী করে নিজের টানা গণ্ডি পেরিয়ে আইটেম গান লিখে ফেলল?
কাহিনি-চিত্রনাট্যকারের কথায়, “প্রথমত, এই গানকে ‘আইটেম গান’-এর বদলে ‘সিচ্যুয়েশনাল সং’ বলব আমি। নুসরত অভিনীত গানটি ছবির গতি বাড়াবে। অনেক না-বলা কথা এই গানের মাধ্যমে বুঝে যাবেন দর্শক। দুই, শিলাজিৎদার কাঁধে গানের দায়িত্ব। তাঁকে দৃশ্য বোঝানোর কথা আমার। তত দিনে গানের এই ‘হুক লাইন’ তৈরি করে সুর করে ফেলেছেন তিনি। শিবু বলেছিল, ওঁকে গান এবং দৃশ্যের মূল ভাব লিখে বুঝিয়ে দাও।” জিনিয়া গদ্যে লেখার বদলে ছন্দে লিখেছিলেন। শিলাজিৎ সেই কবিতায় সুর দিয়ে গানের রূপ দিয়েছেন।
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’। সেই ছবিতে গানের তালে উষ্ণতা ছড়াবেন নুসরত। উর্ধ্বাঙ্গ ঢাকা কাঁচুলির মতো ব্লাউজে। সঙ্গে ছোট ঝুলের ঘাঘরা। পুরো পোশাকে কাচের কারুকাজ। সদ্য মুক্তি পাওয়া গানের ঝলক বলছে, এই গানে এই সাজে নুসরতকে নতুন ভাবে চিনবে বাংলা বিনোদন দুনিয়া। শিলাজিৎ মজুমদারের সুরে গেয়েছেন শ্রেষ্ঠা দাস।
২০২৩-এ ‘রক্তবীজ’ ছবিতে ‘কেন গোবিন্দ দাঁত মাজে না’ দিয়ে বড় প্রবেশ অঙ্কুশ হাজরার। সিক্যুয়েলে তিনি হাড়হিম খলনায়ক ‘মুনির আলম’। পরের সিক্যুয়েলে কি নুসরতের পালা?
“এখনও এতটা ভাবা হয়নি। আবার সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না”, ফের রহস্য ছড়ালেন জিনিয়া।
কিন্তু জিনিয়ার কলম কী করে নিজের টানা গণ্ডি পেরিয়ে আইটেম গান লিখে ফেলল?
কাহিনি-চিত্রনাট্যকারের কথায়, “প্রথমত, এই গানকে ‘আইটেম গান’-এর বদলে ‘সিচ্যুয়েশনাল সং’ বলব আমি। নুসরত অভিনীত গানটি ছবির গতি বাড়াবে। অনেক না-বলা কথা এই গানের মাধ্যমে বুঝে যাবেন দর্শক। দুই, শিলাজিৎদার কাঁধে গানের দায়িত্ব। তাঁকে দৃশ্য বোঝানোর কথা আমার। তত দিনে গানের এই ‘হুক লাইন’ তৈরি করে সুর করে ফেলেছেন তিনি। শিবু বলেছিল, ওঁকে গান এবং দৃশ্যের মূল ভাব লিখে বুঝিয়ে দাও।” জিনিয়া গদ্যে লেখার বদলে ছন্দে লিখেছিলেন। শিলাজিৎ সেই কবিতায় সুর দিয়ে গানের রূপ দিয়েছেন।
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’। সেই ছবিতে গানের তালে উষ্ণতা ছড়াবেন নুসরত। উর্ধ্বাঙ্গ ঢাকা কাঁচুলির মতো ব্লাউজে। সঙ্গে ছোট ঝুলের ঘাঘরা। পুরো পোশাকে কাচের কারুকাজ। সদ্য মুক্তি পাওয়া গানের ঝলক বলছে, এই গানে এই সাজে নুসরতকে নতুন ভাবে চিনবে বাংলা বিনোদন দুনিয়া। শিলাজিৎ মজুমদারের সুরে গেয়েছেন শ্রেষ্ঠা দাস।
২০২৩-এ ‘রক্তবীজ’ ছবিতে ‘কেন গোবিন্দ দাঁত মাজে না’ দিয়ে বড় প্রবেশ অঙ্কুশ হাজরার। সিক্যুয়েলে তিনি হাড়হিম খলনায়ক ‘মুনির আলম’। পরের সিক্যুয়েলে কি নুসরতের পালা?
“এখনও এতটা ভাবা হয়নি। আবার সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না”, ফের রহস্য ছড়ালেন জিনিয়া।