রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৬জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট), দিনগত রাত ১২টায় নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আকতার হোসেন (৫৫), মোঃ আলাউদ্দিন (৪৫), মোঃ জয়নাল আবেদীন (৫৭), মোঃ বাবুল আলী (৪০), মোঃ সেলিম (৪৫) ও মোঃ আনোয়ার হোসেন ওরফে গুলি (৫৫)। তারা সবাই কাটাখালী থানার শ্যামপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শ্যামপুর পশ্চিমপাড়ায় জুয়া খেলা অবস্থায় ৬জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট), দিনগত রাত ১২টায় নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আকতার হোসেন (৫৫), মোঃ আলাউদ্দিন (৪৫), মোঃ জয়নাল আবেদীন (৫৭), মোঃ বাবুল আলী (৪০), মোঃ সেলিম (৪৫) ও মোঃ আনোয়ার হোসেন ওরফে গুলি (৫৫)। তারা সবাই কাটাখালী থানার শ্যামপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শ্যামপুর পশ্চিমপাড়ায় জুয়া খেলা অবস্থায় ৬জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।