ঢাকা , সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ, ইতালিতে চালু হলো ‘সেক্স রুম’ নওগাঁয় ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ক্ষতিগ্রস্ত; জেলের মৃত্যু ভোলাহাটে সাপের কামড়ে একই দিনে ২ জনের মৃত্যু পুরুষগণ আল্লাহ প্রদত্ত এক অশেষ নেয়ামত রাজশাহীর শতবর্ষী বৃক্ষ রক্ষায় স্মারকলিপি প্রদান: প্রকৃতিবান্ধব উন্নয়নের দাবি রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত রাজশাহীতে ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যু, পশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের নীলফামারীতে এক মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ২০টি গ্রাম নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪ পিঠ-কোমরের ব্যথা নির্মূল হয় একটি বিশেষ আসনে, পদ্ধতি শেখালেন নিকিতা শরীরের খিদে মেটাতে কর্ণকে ‘ব্যবহার’ করেছিলেন অনুষা প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় রাণীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ: জয়শূন্য ব্রাজিলের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭০ ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার এবার দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস: তরিকুল-আমিন-সালেকিনের রক্তের ৬ দফা চুক্তি ১৯ বছরেও অধরা

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০২:১৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:১৯:২১ অপরাহ্ন
আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস: তরিকুল-আমিন-সালেকিনের রক্তের ৬ দফা চুক্তি ১৯ বছরেও অধরা ছবি: রাজশাহীর সময়
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ (২৬ আগস্ট) পালিত হচ্ছে ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’। ২০০৬ সালের এই দিনে কয়লাখনি বিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন তিন তরুণ তরিকুল, আমিন ও সালেকিন। আহত হয়েছিলেন অন্তত দুই শতাধিক মানুষ। রক্তের বিনিময়ে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের যে ৬ দফা চুক্তি হয়েছিল, দীর্ঘ ১৯ বছর পরও তার গুরুত্বপূর্ণ দফা এখনো বাস্তবায়িত হয়নি।

২০০৬ সালের আজকের এই দিনে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনকারী সংগঠন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে জাতীয় সম্পদ রক্ষা ও উন্মুক্ত খনন পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনির কয়লা তোলার ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধের দাবিতে কয়লাখনি এলাকা ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর ও নবাবগঞ্জ এই চার উপজেলার কয়লাখনি বিরোধী নারী ও পুরুষ দলবদ্ধ হয়ে সেদিন দুপুর ১২টার পর থেকে লাঠি হাতে বিক্ষোভ মিছিল নিয়ে এশিয়া এনাজির কার্যালয় ঘেরাও কর্মসূচি যোগ দেন। স্থানীয় ঢাকা মোড় এলাকা থেকে দুপুর ১টার দিকে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ ও খনিবিরোধী নারী ও পুরুষের অংশগ্রহণে বিশাল খনিবিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে এশিয়া এনার্জি অফিস ঘেরাও কর্মসূচি পালনের জন্য অগ্রসর হয়। ঘেরাও কর্মসূচি চলাকালে ফুলবাড়ী ছোট যমুনা নদীর পূর্ব ও পশ্চিম পার্শ্বে দায়িত্বরত তৎকালীন বিডিআর সদস্যদের গুলিতে রাজশাহী কলেজ ছাত্র তরিকুল ইসলাম, কর্মজীবী যুবক আমিন ও সালেকিনের ঘটনাস্থলেই নিহত হন। এতে গুলিবিদ্ধসহ পুলিশ ও বিডিআরের লাঠিচার্জে আহত হন অন্তত দু’শতাধিক নারী ও পুরুষ।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচিকে পূর্ণ সমর্থন দিয়ে আন্দোলনে যোগ দিয়েছিল ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ খনি এলাকার হিংসভাগ মানুষ।
এরপর কয়েকদিন ফুলবাড়ী পুরোপুরি আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যায়। এ সময় ফুলবাড়ীতে অবাঞ্ছিত করা হয়েছিল তৎকালীন বিডিআর সদস্যদের।

৩০ আগস্ট সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে তৎকালীন বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সাথে আন্দোলনকারীদের ৬ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে স্বাক্ষর করেন রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু, আর আন্দোলনকারীদের পক্ষে অধ্যাপক আনু মুহাম্মদ।

চুক্তির কিছু বিষয় বাস্তবায়ন হলেও এশিয়া এনার্জিকে বহিষ্কার, উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি না করা এসব মূল দাবি এখনো অন্ধকারে। উল্টো আন্দোলনকারীদের নামে এশিয়া এনার্জির করা দুটি মামলা নতুন করে চাপ সৃষ্টি করেছে।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ী পৌরসভার মেয়র পৃথক পৃথকভাবে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে আছে সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আমিন-সালেকিন-তরিকুল (আসাত) স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মারণসভা এবং মসজিদ, মন্দির, গীর্জা ও পেগোডায় দোয়া এবং বিশেষ প্রার্থনা।

ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটি আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত বলেন, ‘এশিয়া এনার্জি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের কারণেই আন্দোলনকারীদের নামে পৃথক দুইটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আন্দোলনকারিদের নামে হামলা, মামলা দিয়ে এশিয়া এনার্জি ও তাদের দালালদের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে। এরজন্য ২০০৬ সালের ২৬ আগস্টের মতোই জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করবে।’

সম্মিলিত পেশাজীবী সংগঠনের প্রধান সমন্বয়ক ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, ‘আন্দোলন থেকে দূরে রাখতেই এশিয়া এনার্জি আন্দোলনকারী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এশিয়া এনার্জির সকল ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত