ড্রাগন ফলের নামেও যেমন আকর্ষণীয়, তার চেহারাও অনন্য। সঠির ফল বেছে নিতে পারলে, স্বাদেও বেশ মিষ্টি। তা ছাড়া ড্রাগন ফল চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। ব্যবসার লক্ষ্য থাকুক, বা বাগানের সৌন্দর্যবৃদ্ধি, অথবা নিজের বাগানের ফল খাওয়ার উদ্দেশ্যই হোক, বাড়িতেই এই ফল চাষ করতে পারেন। সামান্য যত্ন নিলেই বারান্দা বা ছাদের টবে গাছ বড় হয়ে ফল দিতে পারে। এর জন্য দরকার বড় টব, ঝুরঝুরে মাটি, প্রচুর রোদ আর খুঁটির ভর। ড্রাগন ফল চাষের সহজ পদ্ধতি জেনে নিন।
চাষের নিয়ম ধাপে ধাপে—
সঠিক টব বেছে নিন– অন্তত ২০ ইঞ্চি চওড়া আর ১২ ইঞ্চি গভীর টব নিন। টবের নীচে ছিদ্র থাকতে হবে, যাতে জল জমে না থাকে।
মাটি তৈরি করুন (২:১:১ অনুপাতে)– ২ ভাগ মোটা বালি, ১ ভাগ কম্পোস্ট, ১ ভাগ নারকেলের ছোবড়া বা পার্লাইট। এই মিশ্রণ গাছকে প্রয়োজনীয় পুষ্টি দেবে এবং মাটি ঝুরঝুরে রাখবে, যাতে শিকড় সহজে ছড়াতে পারে।
খুঁটির ভর তৈরি করুন– এই গাছ লতানে। তাই টবের মধ্যে একটি সরু বাঁশ বা লোহার পাইপ অথবা শক্ত কাঠ গেঁথে দিন। গাছ বড় হলে শাখাগুলি ওই খুঁটির সঙ্গে নরম দড়ি বা কাপড় দিয়ে আলতো করে বেঁধে দিন। এতে গাছ সোজা হয়ে উপরে উঠবে, ভেঙে পড়বে না।
যত্নের নিয়ম—
সূর্যালোক– প্রতি দিন অন্তত ৬–৮ ঘণ্টা সরাসরি রোদের দরকার। দুপুরে খুব তীব্র রোদ উঠলে হালকা ছায়ার বন্দোবস্ত করতে পারলে ভাল হয়।
জল দেওয়া– মাটি শুকনো হলে জল দিন, সাধারণত সপ্তাহে এক বারই যথেষ্ট। শীতে জল আরও কম দিতে হবে। অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে।
ছাঁটাই ও ফুল ফোটানো– বাড়তি ডাল কেটে দিলে গাছ শক্ত হয় আর সহজে ফুল ধরে। ড্রাগন ফল রাতে ফুল ফোটায়। চাইলে নরম ব্রাশ দিয়ে এক ফুল থেকে অন্য ফুলে পরাগ ছড়িয়ে দিতে পারেন, এতে ফল ধরার সম্ভাবনা বাড়ে।
চাষের নিয়ম ধাপে ধাপে—
সঠিক টব বেছে নিন– অন্তত ২০ ইঞ্চি চওড়া আর ১২ ইঞ্চি গভীর টব নিন। টবের নীচে ছিদ্র থাকতে হবে, যাতে জল জমে না থাকে।
মাটি তৈরি করুন (২:১:১ অনুপাতে)– ২ ভাগ মোটা বালি, ১ ভাগ কম্পোস্ট, ১ ভাগ নারকেলের ছোবড়া বা পার্লাইট। এই মিশ্রণ গাছকে প্রয়োজনীয় পুষ্টি দেবে এবং মাটি ঝুরঝুরে রাখবে, যাতে শিকড় সহজে ছড়াতে পারে।
খুঁটির ভর তৈরি করুন– এই গাছ লতানে। তাই টবের মধ্যে একটি সরু বাঁশ বা লোহার পাইপ অথবা শক্ত কাঠ গেঁথে দিন। গাছ বড় হলে শাখাগুলি ওই খুঁটির সঙ্গে নরম দড়ি বা কাপড় দিয়ে আলতো করে বেঁধে দিন। এতে গাছ সোজা হয়ে উপরে উঠবে, ভেঙে পড়বে না।
যত্নের নিয়ম—
সূর্যালোক– প্রতি দিন অন্তত ৬–৮ ঘণ্টা সরাসরি রোদের দরকার। দুপুরে খুব তীব্র রোদ উঠলে হালকা ছায়ার বন্দোবস্ত করতে পারলে ভাল হয়।
জল দেওয়া– মাটি শুকনো হলে জল দিন, সাধারণত সপ্তাহে এক বারই যথেষ্ট। শীতে জল আরও কম দিতে হবে। অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে।
ছাঁটাই ও ফুল ফোটানো– বাড়তি ডাল কেটে দিলে গাছ শক্ত হয় আর সহজে ফুল ধরে। ড্রাগন ফল রাতে ফুল ফোটায়। চাইলে নরম ব্রাশ দিয়ে এক ফুল থেকে অন্য ফুলে পরাগ ছড়িয়ে দিতে পারেন, এতে ফল ধরার সম্ভাবনা বাড়ে।