সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শপথের সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এবারই প্রথম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে দরখাস্ত আহ্বান, মৌখিক পরীক্ষার পর বিচারপতি নিয়োগ দেয়া হয়। এই নিয়ে অন্তবর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পেলে ৪৮ জন বিচারপতি।
                           মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শপথের সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এবারই প্রথম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে দরখাস্ত আহ্বান, মৌখিক পরীক্ষার পর বিচারপতি নিয়োগ দেয়া হয়। এই নিয়ে অন্তবর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পেলে ৪৮ জন বিচারপতি।
 
  অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                