সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলায় যমুনার চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।
মঙ্গলবার (২০ মে) রাত ১২টার পর উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা মিয়া ওই চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করে আসছেন।
মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই অস্থায়ী (ছাপরা) ঘরে হানা দেয়। এরপর কৃষক তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। আর নিহতের নাতি ইব্রাহিমকে (১৮) হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি করে রেখে তিনটি গরু লুট করে ডাকাতদল নৌকাযোগে পালিয়ে যায়।
চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ‘ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুইটি গরু নিতে পারেনি, গরু দুটিকে অন্যত্র পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
মঙ্গলবার (২০ মে) রাত ১২টার পর উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা মিয়া ওই চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করে আসছেন।
মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই অস্থায়ী (ছাপরা) ঘরে হানা দেয়। এরপর কৃষক তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। আর নিহতের নাতি ইব্রাহিমকে (১৮) হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি করে রেখে তিনটি গরু লুট করে ডাকাতদল নৌকাযোগে পালিয়ে যায়।
চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ‘ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুইটি গরু নিতে পারেনি, গরু দুটিকে অন্যত্র পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’