অগস্ত্য নন্দার সঙ্গে সুহানা খানের সম্পর্ক নিয়ে জল্পনা লেগেই থাকে। এ বার সালমান খানের ভাইপোর সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ-কন্যা। একটি পার্টিতে নাচে মত্ত ছিলেন তাঁরা। সেই ভি়ডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বলিউডের তারকা-সন্তানেরা ছবিতে অভিনয় করার আগেই নেটাগরিকের চর্চায় থাকেন। প্রায়ই নানা পার্টিতে তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবি শিকারিরা। তাঁদের জীবনযাপন নিয়েও কৌতূহল থাকে তুঙ্গে। শাহরুখ-কন্যা সুহানাকে ইতিমধ্যেই দর্শক দেখেছে ‘আর্চিজ’ ছবিতে। তবে সেই ছবিতে অভিনয় করার আগে থেকেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কের জেরে খবরের শিরোনামে বার বার উঠে আসতেন তিনি। সুহানা বা অগস্ত্য কেউ মুখ না খুললেও, বলিউডের ‘ওপেন সিক্রেট’— তাঁরা সম্পর্কে রয়েছেন।
এই জল্পনার মধ্যেই এ বার সালমানের ভাইপোদের সঙ্গে পার্টিতে মত্ত সুহানা। সোহেল খানের পুত্র নির্বাণ খানের সঙ্গে সুহানাকে নাচতে দেখা যায় সেই অনুষ্ঠানে। সেখানে ছিলেন আরবাজ খানের পুত্র আরহান খান এবং সালমানের বোন অর্পিতা খান শর্মাও। একসঙ্গে ছবি শিকারিদের ক্যামেরায় ধরাও দেন তাঁরা। তবে এই পার্টিতে অগস্ত্যের উপস্থিতি লক্ষ করা যায়নি।
শাহরুখ খান নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কন্যা সুহানা খান ক্যামেরার সামনে কাজ করতে বেশি আগ্রহী। ২০২৩ সালে জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-এ অভিনয় করেন সুহানা। ওটিটি মঞ্চে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সুহানার বিপরীতে অভিনয় করেছিলেন অগস্ত্য নন্দা। তবে অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন সুহানা। আগামী দিনে শাহরুখ-কন্যাকে দেখা যাবে বড় পর্দার ছবি ‘কিং’-এ।
বলিউডের তারকা-সন্তানেরা ছবিতে অভিনয় করার আগেই নেটাগরিকের চর্চায় থাকেন। প্রায়ই নানা পার্টিতে তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবি শিকারিরা। তাঁদের জীবনযাপন নিয়েও কৌতূহল থাকে তুঙ্গে। শাহরুখ-কন্যা সুহানাকে ইতিমধ্যেই দর্শক দেখেছে ‘আর্চিজ’ ছবিতে। তবে সেই ছবিতে অভিনয় করার আগে থেকেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কের জেরে খবরের শিরোনামে বার বার উঠে আসতেন তিনি। সুহানা বা অগস্ত্য কেউ মুখ না খুললেও, বলিউডের ‘ওপেন সিক্রেট’— তাঁরা সম্পর্কে রয়েছেন।
এই জল্পনার মধ্যেই এ বার সালমানের ভাইপোদের সঙ্গে পার্টিতে মত্ত সুহানা। সোহেল খানের পুত্র নির্বাণ খানের সঙ্গে সুহানাকে নাচতে দেখা যায় সেই অনুষ্ঠানে। সেখানে ছিলেন আরবাজ খানের পুত্র আরহান খান এবং সালমানের বোন অর্পিতা খান শর্মাও। একসঙ্গে ছবি শিকারিদের ক্যামেরায় ধরাও দেন তাঁরা। তবে এই পার্টিতে অগস্ত্যের উপস্থিতি লক্ষ করা যায়নি।
শাহরুখ খান নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কন্যা সুহানা খান ক্যামেরার সামনে কাজ করতে বেশি আগ্রহী। ২০২৩ সালে জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-এ অভিনয় করেন সুহানা। ওটিটি মঞ্চে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সুহানার বিপরীতে অভিনয় করেছিলেন অগস্ত্য নন্দা। তবে অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন সুহানা। আগামী দিনে শাহরুখ-কন্যাকে দেখা যাবে বড় পর্দার ছবি ‘কিং’-এ।