প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে স্কট এডওয়ার্ডসের দল।
দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটে ডাচরা উড়াল দেয় সিলেটের উদ্দেশে। দুপুরে ম্যাচ ভেন্যু সিলেটে পৌঁছায় দলটি, যেখানে আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশ দল।
নেদারল্যান্ডস ক্রিকেট দলের বাংলাদেশে এটি তৃতীয় সফর হলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম আসা। এর আগে, ২০১১ ওয়ানডে ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলো দলটি।
মূলত এশিয়া কাপের প্রস্তুতি নিতে ডাচদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বিসিবি। সিরিজের সব কটি ম্যাচই হবে সিলেটে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে স্কট এডওয়ার্ডসের দল।
দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটে ডাচরা উড়াল দেয় সিলেটের উদ্দেশে। দুপুরে ম্যাচ ভেন্যু সিলেটে পৌঁছায় দলটি, যেখানে আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশ দল।
নেদারল্যান্ডস ক্রিকেট দলের বাংলাদেশে এটি তৃতীয় সফর হলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম আসা। এর আগে, ২০১১ ওয়ানডে ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলো দলটি।
মূলত এশিয়া কাপের প্রস্তুতি নিতে ডাচদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বিসিবি। সিরিজের সব কটি ম্যাচই হবে সিলেটে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।