তিন সন্তানের মধ্যে কন্যা সুহানা নাকি শাহরুখের ‘নয়নের মণি’। সেই কন্যা ক্রমশ বদলে যাচ্ছেন! সটান সুহানার ছবির তলায় গিয়ে নিজেই খোলসা করে দিলেন শাহরুখ খান।
সুহানা খান এখন মজে রয়েছেন তাঁর দাদা আরিয়ান খানের আসন্ন সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর একটি গান নিয়ে। সেই গানের নাম, ‘বদলি সি হাওয়া হ্যায়, তুঝে কুছ তো হুয়া হ্যায়।’ সুহানার পরনে বেজ রঙের কো-অর্ড সেট। হাতে ছোট্ট সাদা ব্যাগ। উঁচু করে বাঁধা চুল। এই ছবিগুলির সঙ্গেই দাদার পরিচালিত সিরিজের গান জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
সুহানার ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। মুগ্ধ তাঁর বাবা শাহরুখও। তাই কন্যার ছবির তলায় এসে মন্তব্যই করে দিয়েছেন তিনি। বাদশা লিখেছেন, “একদম ‘বদলি বদলি’ সি... তবে একই রকম সুন্দর!” শাহরুখের মন্তব্য চোখ এড়ায়নি নেটাগরিকের। কন্যা যে বাবার আদরের তা স্পষ্ট এই মন্তব্যে। তবে দুই পুত্রও বাদ যান না। আব্রামকে চোখে হারান শাহরুখ। আর জ্যেষ্ঠপুত্র আরিয়ান খানের প্রতি তাঁর স্নেহ প্রকাশ পেয়েছে ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের প্রচার অনুষ্ঠানে।
শাহরুখ প্রায় অনুরোধের সুরেই অনুরাগীদের বলেছেন, “আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।”
উল্লেখ্য, আরিয়ান ক্যামেরার পিছনে থাকলেও, সুহানা অভিনয়ের পথই বেছে নিয়েছেন। ইতিমধ্যেই ওটিটি-তে ‘আর্চিজ’ ছবিতে সুহানার অভিনয় দেখেছে দর্শক। এর পরে তাঁকে শাহরুখের ছবি ‘কিং’-এ দেখা যাবে।
সুহানা খান এখন মজে রয়েছেন তাঁর দাদা আরিয়ান খানের আসন্ন সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর একটি গান নিয়ে। সেই গানের নাম, ‘বদলি সি হাওয়া হ্যায়, তুঝে কুছ তো হুয়া হ্যায়।’ সুহানার পরনে বেজ রঙের কো-অর্ড সেট। হাতে ছোট্ট সাদা ব্যাগ। উঁচু করে বাঁধা চুল। এই ছবিগুলির সঙ্গেই দাদার পরিচালিত সিরিজের গান জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
সুহানার ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। মুগ্ধ তাঁর বাবা শাহরুখও। তাই কন্যার ছবির তলায় এসে মন্তব্যই করে দিয়েছেন তিনি। বাদশা লিখেছেন, “একদম ‘বদলি বদলি’ সি... তবে একই রকম সুন্দর!” শাহরুখের মন্তব্য চোখ এড়ায়নি নেটাগরিকের। কন্যা যে বাবার আদরের তা স্পষ্ট এই মন্তব্যে। তবে দুই পুত্রও বাদ যান না। আব্রামকে চোখে হারান শাহরুখ। আর জ্যেষ্ঠপুত্র আরিয়ান খানের প্রতি তাঁর স্নেহ প্রকাশ পেয়েছে ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের প্রচার অনুষ্ঠানে।
শাহরুখ প্রায় অনুরোধের সুরেই অনুরাগীদের বলেছেন, “আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।”
উল্লেখ্য, আরিয়ান ক্যামেরার পিছনে থাকলেও, সুহানা অভিনয়ের পথই বেছে নিয়েছেন। ইতিমধ্যেই ওটিটি-তে ‘আর্চিজ’ ছবিতে সুহানার অভিনয় দেখেছে দর্শক। এর পরে তাঁকে শাহরুখের ছবি ‘কিং’-এ দেখা যাবে।