চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেঁড়া নোট নিয়ে বাগবিতণ্ডায় জেরে হামলার ঘটনায় আহত বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত বাবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের ঝালমাছ বাড়ি এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাবুল হোসেনের শিবগঞ্জের ইসরায়েল মোড় এলাকায় মুদিখানার দোকান আছে। তার আপন দুই ভাইয়েরও ফামের্সি এবং বিকাশ এজেন্টের দোকান রয়েছে। গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বাবুল হোসেনের ভাই মোয়াজ্জেম হোসেনের দোকানে দুই হাজার টাকা ক্যাশ আউট করে একই এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে একই দিনে বেলা ১১টার দিকে আসাদুল এসে মোয়াজ্জেমকে জানায় তিনি ১০০ টাকার একটি নোট ছেঁড়া দিয়েছেন। এই নিয়ে মোয়াজ্জেম ও আসাদুলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরপরে বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের বিএনপির সভাপতি শাহীন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ফেরাউন, কালু, বিশাল, রহমত, হামিম, আসাদুল ও গুমানসহ ১৫ থেকে ২০ জন মিলে তিন ভাইয়ের ওপর চড়াও হয়। এই সময় বাবুল হোসেন গুরুতর আহত হয়। পরে বাবুল হোসেনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে ও বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর পাঁচ দিন পরে মঙ্গলবার বিকেলে আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুল হোসেনের ভাই নজরুল ইসলাম বলেন, ঠুনকো বিষয় নিয়ে আমরা তিন ভাইয়ের ওপর হামলা চালায় গুমানের ছেলে আসাদুল্লাহসহ তাদের দলবল। তাদের হামলার কারণে আমার ভাই মারা গেছে। এর সঠিক ও সুষ্ঠু বিচার চাই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বলেন, বাবুল হোসেন আগে থেকে আহত ছিলেন। এখানে আসার পর আমরা দেখি তার শরীরে রক্তশূন্যতা ছিল। শ্বাসকষ্টের কারণে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) শাকিল হাসান বলেন, এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
                           মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত বাবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের ঝালমাছ বাড়ি এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাবুল হোসেনের শিবগঞ্জের ইসরায়েল মোড় এলাকায় মুদিখানার দোকান আছে। তার আপন দুই ভাইয়েরও ফামের্সি এবং বিকাশ এজেন্টের দোকান রয়েছে। গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বাবুল হোসেনের ভাই মোয়াজ্জেম হোসেনের দোকানে দুই হাজার টাকা ক্যাশ আউট করে একই এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে একই দিনে বেলা ১১টার দিকে আসাদুল এসে মোয়াজ্জেমকে জানায় তিনি ১০০ টাকার একটি নোট ছেঁড়া দিয়েছেন। এই নিয়ে মোয়াজ্জেম ও আসাদুলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরপরে বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের বিএনপির সভাপতি শাহীন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ফেরাউন, কালু, বিশাল, রহমত, হামিম, আসাদুল ও গুমানসহ ১৫ থেকে ২০ জন মিলে তিন ভাইয়ের ওপর চড়াও হয়। এই সময় বাবুল হোসেন গুরুতর আহত হয়। পরে বাবুল হোসেনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে ও বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর পাঁচ দিন পরে মঙ্গলবার বিকেলে আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুল হোসেনের ভাই নজরুল ইসলাম বলেন, ঠুনকো বিষয় নিয়ে আমরা তিন ভাইয়ের ওপর হামলা চালায় গুমানের ছেলে আসাদুল্লাহসহ তাদের দলবল। তাদের হামলার কারণে আমার ভাই মারা গেছে। এর সঠিক ও সুষ্ঠু বিচার চাই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বলেন, বাবুল হোসেন আগে থেকে আহত ছিলেন। এখানে আসার পর আমরা দেখি তার শরীরে রক্তশূন্যতা ছিল। শ্বাসকষ্টের কারণে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) শাকিল হাসান বলেন, এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
  প্রতিনিধি :
 প্রতিনিধি :  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                