সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত মুজিবর গাজী এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মুজিবর গাজী (৬২) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ গাজীর ছেলে।
গত রোববার সুদের টাকা নিয়ে উপজেলার সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুজিবরসহ উভয়পক্ষের ছয়জন আহত হয়।
স্থানীয়রা জানান, ২০ বছর আগে অমল সরকার মুজিবর গাজীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। মুজিবর গাজী সেই টাকা দেয়া হয়েছে বলে দাবি করেন। কিন্তু অমল সরকারের টাকা না পাওয়ার কথা বলেন। এ নিয়ে বিবাদের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ছয় জন আহত হয়।
তারা আরও জানান, পড়ে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হয়। এরপর তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবর গাজীর মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় আলাউদ্দিন ও সুশান্ত সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা হয়েছে। এরইমধ্যে মুজিবর গাজীর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত মুজিবর গাজী (৬২) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ গাজীর ছেলে।
গত রোববার সুদের টাকা নিয়ে উপজেলার সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুজিবরসহ উভয়পক্ষের ছয়জন আহত হয়।
স্থানীয়রা জানান, ২০ বছর আগে অমল সরকার মুজিবর গাজীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। মুজিবর গাজী সেই টাকা দেয়া হয়েছে বলে দাবি করেন। কিন্তু অমল সরকারের টাকা না পাওয়ার কথা বলেন। এ নিয়ে বিবাদের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ছয় জন আহত হয়।
তারা আরও জানান, পড়ে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হয়। এরপর তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবর গাজীর মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় আলাউদ্দিন ও সুশান্ত সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা হয়েছে। এরইমধ্যে মুজিবর গাজীর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।