৯ বছর পার করেছে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের সংসার। প্রেমের মুহূর্ত, আদুরে ছবিতে তাঁদের সমাজমাধ্যমের পাতা ভর্তি। মেয়ে দেবীর সঙ্গে মিষ্টি মুহূর্তও ভাগ করেন তাঁরা। যদিও আদুরে এই সংসার পাতা সহজ ছিল না মোটেই। এই বিয়েতে মত ছিল না বিপাশার পরিবারের। এর ভবিষ্যৎ নাকি বিচ্ছেদই, সাবধানবাণী শুনতে হয়েছিল অভিনেত্রীকে।
২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন কর্ণ। ১০ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর পরে জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণ। কিন্তু সেই বিয়েও টিকেছিল মাত্র দু’বছর। এর পর ‘অ্যালোন’ ছবিতে বিপাশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কর্ণ। সেখানেই আলাপ ‘রেস’-এর নায়িকার সঙ্গে। তার পর প্রেম। ২০১৬ সালে বিয়ে করেন কর্ণ ও বিপাশা।
বিপাশার কথায়, তাঁর বাবা হীরক বসু এবং মা মমতা বসু এই বিয়েতে একেবারেই রাজি ছিলেন না। কর্ণের একাধিক বিয়ে ভাঙার কারণেই এই সম্পর্ক মেনে নিতে চাননি অভিনেত্রীর বাবা-মা। কিন্তু তাঁদের বুঝিয়েছিলেন নায়িকা। বলেছিলেন, প্রেমের সম্পর্কের সঙ্গে বিয়ের কোনও পার্থক্য নেই। বিপাশাও নিজে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। একই ভাবে কর্ণেরও অতীত আছে। পার্থক্য শুধু একটাই, কর্ণ আইনি কাগজে সই করেছিলেন। শুরুতে সমস্যা হলেও, এখন সকলেই খুব খুশি। তবে নিন্দকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘কারও পরিস্থিতি জানার জন্য তার জায়গায় নিজেকে রাখতে হয়, তবেই তাঁদের বোঝা যায়। সকলেরই একটা গল্প থাকে। পৃথিবীটা নিন্দকে ভরে গিয়েছে। আমার সৌভাগ্য যে, জীবনে যাই হয়ে যাক, আমি কাউকে নিয়ে কখনও নিন্দা করিনি।’’
২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন কর্ণ। ১০ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর পরে জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণ। কিন্তু সেই বিয়েও টিকেছিল মাত্র দু’বছর। এর পর ‘অ্যালোন’ ছবিতে বিপাশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কর্ণ। সেখানেই আলাপ ‘রেস’-এর নায়িকার সঙ্গে। তার পর প্রেম। ২০১৬ সালে বিয়ে করেন কর্ণ ও বিপাশা।
বিপাশার কথায়, তাঁর বাবা হীরক বসু এবং মা মমতা বসু এই বিয়েতে একেবারেই রাজি ছিলেন না। কর্ণের একাধিক বিয়ে ভাঙার কারণেই এই সম্পর্ক মেনে নিতে চাননি অভিনেত্রীর বাবা-মা। কিন্তু তাঁদের বুঝিয়েছিলেন নায়িকা। বলেছিলেন, প্রেমের সম্পর্কের সঙ্গে বিয়ের কোনও পার্থক্য নেই। বিপাশাও নিজে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। একই ভাবে কর্ণেরও অতীত আছে। পার্থক্য শুধু একটাই, কর্ণ আইনি কাগজে সই করেছিলেন। শুরুতে সমস্যা হলেও, এখন সকলেই খুব খুশি। তবে নিন্দকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘কারও পরিস্থিতি জানার জন্য তার জায়গায় নিজেকে রাখতে হয়, তবেই তাঁদের বোঝা যায়। সকলেরই একটা গল্প থাকে। পৃথিবীটা নিন্দকে ভরে গিয়েছে। আমার সৌভাগ্য যে, জীবনে যাই হয়ে যাক, আমি কাউকে নিয়ে কখনও নিন্দা করিনি।’’