রাজশাহী নগরীর কাটাখালী থানায় পিস্তলের ফায়ারিং পিন 'মেরামত' করার সময় আকস্মিকভাবে গুলিবিদ্ধ হয়েছেন ওয়ারেশ আলী (৫০) নামে এক উপপরিদর্শক (এসআই)। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত এসআইকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই ওয়ারেশ আলী ৩০ বছরেরও বেশি সময় ধরে পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করে তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি লাভ করেন। অস্ত্র চালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও, এটি একটি দুর্ঘটনা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গুলিটি তার পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেশ আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা দেখা দিয়েছিল। তিনি সেটি নিজেই মেরামতের চেষ্টা করছিলেন। এই সময় দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে গুলিটি বেরিয়ে যায়।
ওসি আরও বলেন, "গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের এক পাশের মাংস ভেদ করে বেরিয়ে গেছে। এর ফলে তিনি ঝুঁকিমুক্ত আছেন। যদি এমন না হতো, তবে বড় ধরনের ক্ষতি হতে পারতো।
ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে এর নিষ্পত্তি করা হবে বলেও জানান ওসি। বর্তমানে ওয়ারেশ আলী শঙ্কামুক্ত আছেন এবং তার চিকিৎসা চলছে।
                           পুলিশ সূত্রে জানা গেছে, এসআই ওয়ারেশ আলী ৩০ বছরেরও বেশি সময় ধরে পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করে তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি লাভ করেন। অস্ত্র চালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও, এটি একটি দুর্ঘটনা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গুলিটি তার পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেশ আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা দেখা দিয়েছিল। তিনি সেটি নিজেই মেরামতের চেষ্টা করছিলেন। এই সময় দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে গুলিটি বেরিয়ে যায়।
ওসি আরও বলেন, "গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের এক পাশের মাংস ভেদ করে বেরিয়ে গেছে। এর ফলে তিনি ঝুঁকিমুক্ত আছেন। যদি এমন না হতো, তবে বড় ধরনের ক্ষতি হতে পারতো।
ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে এর নিষ্পত্তি করা হবে বলেও জানান ওসি। বর্তমানে ওয়ারেশ আলী শঙ্কামুক্ত আছেন এবং তার চিকিৎসা চলছে।
 
  নিজস্ব প্রতিবেদক
 নিজস্ব প্রতিবেদক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                